ফের বাজিমাত ইলন মাস্কের! ধনকুবেরদের তালিকায় পৌঁছলেন শীর্ষে, চমকে দেবে তাঁর মোট সম্পদের পরিমাণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)। টেসলার সিইও মাস্ক, ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্টকে মোট সম্পদের পরিপ্রেক্ষিতে পেছনে ফেলেছেন। মূলত, ইলন মাস্কের সম্পদ গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে। এদিকে, প্যারিস ট্রেডিংয়ে বার্নার্ড আর্নল্টের LVMH-এর শেয়ার ২.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

এমতাবস্থায়, বার্নার্ড আর্নল্টের কোম্পানির শেয়ারের এহেন পতনের কারণে, ইলন মাস্ক ফের বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা পেয়েছেন। এমনিতেই গত কয়েকদিন ধরে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে এই দুই ধনকুবেরের মধ্যে প্রথম স্থান দখলের লড়াই ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। কখনও ইলন মাস্ক আবার কখনও বার্নার্ড আর্নল্ট ছিলেন শীর্ষ অবস্থানে। তবে, এবার ফের একবার শ্রেষ্ঠ স্থান দখল করলেন মাস্ক।

বার্নার্ড আর্নল্টের শেয়ারে বড় পতন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ৭৪ বছর বয়সী বার্নার্ড আর্নল্ট হলেন একজন ফরাসি বিজনেস টাইকুন। ২০২২ সালের ডিসেম্বরে মাস্ককে পেছনে ফেলে তিনি প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছিলেন। ব্লুমবার্গ বার্তা সংস্থার মতে, চিনের গুরুত্বপূর্ণ বাজারে ধীর অর্থনৈতিক বৃদ্ধির আবহে লাক্সারি খাতে খরা পরিলক্ষিত হয়েছে। এমন পরিস্থিতিতে গত এপ্রিল থেকে LVMH-এর শেয়ার প্রায় ১০ শতাংশ কমেছে।

১ দিনে ১১ বিলিয়ন ডলার ক্ষতি: শুধু তাই নয়, একটা সময়ে শুধুমাত্র একদিনেই আর্নল্ট ১১ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হন। অন্যদিকে, বুধবার তাঁর মোট সম্পদে ৫.২৫ বিলিয়ন ডলারের পতন ঘটে। এমতাবস্থায়, বর্তমানে বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ হল ১৮৭ বিলিয়ন ডলার। তবে, এই বছর তাঁর সম্পদ বৃদ্ধি ঘটেছে ২৪.৫ বিলিয়ন ডলার।

ইলন মাস্কের সম্পদের পরিমাণ: বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদ হল ১৯২.৩ বিলিয়ন ডলার বা ১৯ হাজার কোটি ডলারেরও বেশি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, গত বুধবার ইলন মাস্কের সম্পদ ১.৯৮ বিলিয়ন ডলার বেড়েছে। শুধু তাই নয়, চলতি বছরে তাঁর মোট সম্পদ ৫৫.৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X