Jio, Airtel-র ছুটি! ভারতে স্যাটেলাইট ইন্টারনেট রিলঞ্চ করবে ইলন মাস্ক, 5G থেকেও দ্রুত হবে স্পিড!

বাংলাহান্ট ডেস্ক : স্টারলিংক (Starlink) পরিষেবা ভারতে (India) আবার চালু করতে পারেন ইলন মাস্ক (Elon Musk)। ইলন মাস্কের স্যাটেলাইট পরিষেবাকে ভারত সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হতে পারে বলে খবর রয়েছে। এমন পরিস্থিতিতে, স্টারলিংক পরিষেবা শীঘ্রই ভারতে পুনরায় চালু করা হতে পারে। জানা গিয়েছে, স্টারলিঙ্ক পরিষেবা দেওয়ার জন্য শীঘ্রই ভারত সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করতে পারে। আসুন এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানি..

বিনামূল্যে কলিং এবং উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা: স্টারলিঙ্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ব্যবহারকারীরা Starlink পরিষেবা থেকে উচ্চ গতির ইন্টারনেট পাবেন। এছাড়াও বিনামূল্যে কল করার সুবিধা দেওয়া হচ্ছে। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে প্রথম চালু করেছিল এলন মাস্কের স্পেসএক্স। তবে কেন্দ্রীয় সরকার ব্যাগার রেজিস্ট্রেশন পরিষেবা চালু করার কারণে স্যাটেলাইট পরিষেবা নিষিদ্ধ করা হয়েছিল। এমতাবস্থায়, স্টারলিংক কে গ্রাহকদের অর্থ ফেরত দিতে হয়েছিল, যা ব্যবহারকারীদের কাছ থেকে অগ্রিম হিসাবে নেওয়া হয়েছিল।

স্টারলিঙ্কের পর এয়ারটেলের সহযোগী সংস্থা ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিওর স্যাটেলাইট পরিষেবা চালু করা হতে পারে। এইভাবে, Starlink-এর পরে, Jio এবং Airtel হবে দ্বিতীয় ও তৃতীয় স্যাটেলাইট পরিষেবা সংস্থা, যাদের তরফে স্যাটেলাইট পরিষেবার নিবন্ধনের জন্য আবেদন করা হবে।

এই সুবিধাগুলি পাওয়া যাবে: কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, স্টারলিংক হল বিশ্বের প্রথম এবং বৃহত্তম স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা। এটি একটি লোক অর্বিটারি স্যাটেলাইট পরিষেবা৷ এর কারণে ব্যবহারকারীরা দারুণ স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কল এর সুবিধা পাবেন।

satellite internet service ISRO

কি লাভ হবে: স্টারলিংক সংযোগের সুবিধা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য লাভদায়ক হবে। অর্থাৎ যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক সুবিধা পাওয়া যায় না তাদের জন্য স্টারলিংকের পরিষেবা খুবই সহায়ক হতে পারে। এতে ব্যবহারকারীরা উচ্চ গতির ইন্টারনেট সংযোগ এবং কলিং সুবিধা পাবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর