বাজার শেষ ইউটিউবের! এবার X হ্যান্ডেল আনছে টিভির অ্যাপ্লিকেশন, নয়া প্ল্যানিং মাস্কের

বাংলাহান্ট ডেস্ক : এক্স (সাবেক টুইটার) এবার লঞ্চ করতে চলেছে টেলিভিশন অ্যাপ। ইউটিউবকে করা প্রতিদ্বন্দ্বিতা দিতে ইলন মাস্কের সংস্থা এবার স্মার্ট টিভির জন্য নিয়ে আসতে চলেছে টেলিভিশন অ্যাপ। X-এর সিইও Linda Yaccarino জানিয়েছেন, খুব শীঘ্রই টেলিভিশন অ্যাপ নিয়ে আসতে চলেছে এক্স। ব্যবহারকারীরা এখানে আপলোড করতে পারবেন হাই কোয়ালিটির ভিডিও।

IANS রিপোর্ট সূত্রের খবর, অনেকটা Youtube-এর মতোই ইন্টারফেস হতে চলেছে এক্স-এর এই অ্যাপটির। X-এর সিইও Linda Yaccarino এই সংক্রান্ত একটি পোস্টও করেছেন X-প্ল্যাটফর্মে। সেখানে তিনি লিখেছেন, এক্স আসছে ছোট স্কিন থেকে বড় স্ক্রিন সবকিছু বদলে দেওয়ার জন্য। শীঘ্রই আমরা আপনাদের স্মার্ট টিভিতে X টিভি অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম এনগেজিং কনটেন্ট নিয়ে আসছি।

আরোও পড়ুন : একটা শেষ হলেই ফ্রি’তে পেয়ে যাবেন আরেকটা! জলের বোতল নিয়ে দুর্দান্ত পদক্ষেপ রেলের

জানা যাচ্ছে, ব্যবহারকারীরা এখানে ভিডিও পাবেন ট্রেন্ডিং ভিডিও অ্যালগরিদম মেনে। এটি AI নির্ভর পরিষেবা হবে। এছাড়াও ব্যবহারকারীদের জন্য থাকবে ক্রস ডিভাইস এক্সপেরিয়েন্স। নিজের পছন্দমতো ভিডিও সার্চ করা যাবে এখানে। এই অ্যাপটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এআই’কে। X-এর সিইও Linda Yaccarino আরও জানান, বিষয়টি নিয়ে কাজে এগোলে আরো তথ্য জানানো হবে।

X one year 2

এছাড়াও ব্যবহারকারীদের থেকে চাওয়া হয়েছে পরিকল্পনা ও পরামর্শ। জানা যাচ্ছিল এক্স কর্ণধার ইলন মাস্ক খুব শীঘ্রই ভারতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে। কোনও বিশেষ কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে সেই বৈঠক। জানা যাচ্ছে, টেসলা সংক্রান্ত কিছু জটিলতার জন্য আপাতত ভারত সফর স্থগিত রেখেছেন ইলন মাস্ক।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর