উত্তপ্ত ঘাটাল! চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, কাঠগড়ায় দেবের সাংসদ প্রতিনিধি

বাংলা হান্ট ডেস্ক: চাকরি দেওয়ার নামে প্রতারণা নতুন কিছু নয়। সেই ঘটনা আরও একবার ঘটতে দেখা গেল বাংলার বুকে। চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করে তারপর পাত্তা দেননি তৃণমুল নেতা। আসলে এবার অভিযোগ উঠেছে দেবের (Dev) সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। অভিযোগ, আশাকর্মীর চাকরি করে দেওয়ার জন্য তিনি ১ লক্ষ ৮০ হাজার টাকা নেন।

আশাকর্মীর পদে চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঘাটালের সংসদ প্রতিনিধির বিরুদ্ধে। আর তারপরই পুলিশের কাছে অভিযোগ যায়। অভিযোগ করা হয় ইমেলের মাধ্যমে। ইমেলের মার্ফীতেই রামপদ মান্নার বিরুদ্ধে সমস্ত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু রামপদ মান্না বলেন তিনি কিস্যুটি জানেন না। বিষয়টি নিয়ে দেব বলেন, দোষীরা শাস্তি পাবে।

ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরার সাথে। তার মেয়ের আশা কর্মীর চাকরি হবে এই আশায় দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে প্রতারিত হন গঙ্গেশ সাঁতরা। তিনি প্রথমে অভিযোগ জানাতে চান চন্দ্রকোনা টাউন। কিন্তু সেখানে পুলিশ তার অভিযোগ নেয়নি।

আরও পড়ুন:রাসেলকে নিয়ে দুঃসংবাদ! প্লে অফের আগেই দল ছাড়ছেন কেকেআর তারকা? জল্পনা তুঙ্গে

এরপর তিনি বাধ্য হয়ে ইমলের মাধ্যমে অভিযোগ জানান। অভিযোগকারীর দাবি, ঘটনাটি ২০২২ সালের এপ্রিল মাসের। তখনই আশা কর্মীর চাকরির জন্য এজেন্ট মারফৎ ১.৮০ লক্ষ টাকা নেয় রামপদ মান্না। তবে টাকা নিলেও চাকরি আর হয়নি। সাথে সেই টাকাও আর ফেরত পায়নি পরিবার।

আরও পড়ুন:ধেয়ে এল সূর্যের ‘ম্যাগনেটিক স্টর্ম’! বিরল অরোরার দেখা ভারতেও, কোন দুর্যোগের সঙ্কেত? প্রমাদ গুনছে বিশ্ব

Dev 1

বিষয়টি নিয়ে শাসক দলকে ঘিরে ধরে বিজেপি। গোটা ঘটনাকে ঘিরে শাসক দল এবং বিদায়ী সাংসদ দেবকে বিঁধেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। অন্যদিকে রামপদ মান্না বলেন, তিনি অভিযোগকারীকে চেনেন না। এছাড়া দেব বলেন, বিষয়টির তদন্ত হবে। এছাড়া দোষীদের শাস্তিও হবে।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর