বাংলাহান্ট ডেস্ক : রবিবার মুম্বাই থেকে অন্ডালে ফিরছিল একটি বিমান। আর মাঝ আকাশেই ভয়াবহ ঝড়ের কবলে পড়ল সেটি। অল্পের জনু মারাত্মক বিপদ এড়ানো গেলেও ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন যাত্রী। তাঁদের মধ্যে ১০ জনের চোট এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
জানা যাচ্ছে স্পাইস জেট সংস্থার বিমানটির মুম্বাই থেকে বিকেল ৪ টে ৫৭ মিনিটে যাত্রা শুরু করে সন্ধ্যে ৭ টা ২৭ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু অবতরণের খানিকক্ষণ আগেই শুরু হয় প্রবল কালবৈশাখী। সেই ঝড়ের কবলে পড়েই টালমাটাল অবস্থা শুরু হয় বিমানটিতে। শুরু হয় প্রবল টার্বুলেন্স। বিমানের পাইলট কোনও ভাবে পরিস্থিতি সামাল দিলেও ওই ঝাঁকুনিতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ওই বিমানে থাকা ১৮৫ জন যাত্রীর মধ্যে আহত হন ৪০ জন যাত্রী। যাঁদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক মহিলার মাথায় গুরুতর আঘাত লাগায় দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বিষয়টি এটিসিকে জানান বিমানের পাইলট। বিমানটি অবতরণের প্রস্তুতি নেওয়ার সময়ই এয়ারপোর্টে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স। পাইলট কোনও মতে বিমানটি অবতরণ করাতে সক্ষম হলে যুদ্ধকালীন তৎপরতায় বের করে আনা হয় যাত্রীদের। আহত ১০ জনকে তৎক্ষনাৎ নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি সম্পর্কে বিমানের এক যাত্রী জানান, ‘বিমানটি যখন নীচে নামছিল তখন তিনবার ভয়াবহ রকমের ঝাঁকুনি হয়। কোনও গাড়ি মারাত্মক ভাবে ডাম্পারে ধাক্কা মারলে যেরকম হতে পারে সেরকম। ঝাঁকুনি এতটাই ভয়ঙ্কর ছিল যে সিটবেল্ট পরে ছিলাম, কিন্তু ছিঁড়ে বেরিয়ে যায় তা।’ পায়ে মারাত্মক চোট লেগেছে বলে জানিয়েছেন ওই যাত্রী। যদিও ঘটনাটি প্রসঙ্গে এখনও মুখ খোলেনি বিমান সংস্থা।