বাংলা হান্ট ডেস্ক: ফোনে হঠাৎই বেজে উঠছে ইমারজেন্সি সাইরেন (Emergency Siren)। সেই সঙ্গে ভারত সরকারের একটি বার্তা (Message) ভেসে উঠছে স্ক্রিনে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা কেন্দ্রের তরফে নিছকই একটি পরীক্ষামূলক অপারেশন।
ওই বার্তায় স্পষ্ট লেখা রয়েছে, ‘এটি ভারত সরকারের (Government of India) টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে এই বার্তাটিকে উপেক্ষা করুন কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া ইমারজেন্সি অ্যালার্ট (Emergency Alert) সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে সময় মতো সর্তকতা প্রদান করা।’
আর এই নিয়েই এবার মাঠে নেমে পড়লেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) । কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো এই বার্তা নিয়ে দুটি পোস্ট করেন দেবাংশু। প্রথমটিতে তিনি লেখেন, ‘সবার ফোনে সরকারের তরফ থেকে ইমার্জেন্সি অ্যালার্ট নোটিফিকেশন (Notification) আসছে, উইথ বিচ্ছিরি আওয়াজ। এটা একটা টেস্টিং, কেউ ঘাবড়ে ফোন ছুড়ে ফেলে দেবেন না। আপনার ফোন ফাটবে না।’
ততক্ষণ অবশ্য ঠিকই ছিল। এরপরেই ইমার্জেন্সি অ্যালার্ট-এর সঙ্গে সিপিএমকে (CPIM) জুড়ে ফেললেন দেবাংশু। দ্বিতীয় পোস্টে তৃণমূল (TMC) মুখপাত্র লেখেন, ‘এটা সিপিএমের ক্ষমতায় ফেরার নোটিফিকেশন। সবাই দেখা মাত্র ওকে টিপুন।’ উল্লেখ্য, এই পোস্টের মাধ্যমে বামেদের নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র, এ কথা পরিষ্কার। কেউ কেউ সেই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘ওকে টিপলেই শূন্য চলে আসছে’। আবার কেউ লিখেছেন, ‘এটা বালুদার দুঃখে পাঠাচ্ছে’।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই এই মেসেজ পাচ্ছেন অনেকেই। ইমারজেন্সি সাইরেন বেজে ওঠায় অনেকেই ঘাবড়ে গিয়েছেন। যদিও আশ্বস্ত করা হয়েছে এটি কিছুই নয়। ওকে টিপলেই ঠিক হয়ে যাবে। ভারত সরকারের তরফে এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ।