তরুণ ফুটবলারদের সাথে সাক্ষাৎ! সজল ঘোষের তত্ত্বাবধানে সন্তোষ মিত্র স্কোয়ার মজলো মার্টিনেজে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এমি মার্টিনেজ (Emi Martinez) জ্বরে এখন আক্রান্ত কলকাতা। ২ দিনের কলকাতা সফরে এসে একাধিক জায়গায় গিয়ে সংবর্ধনা নিচ্ছেন আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ (Qatar World Cup 2022) জেতানো তারকা গোলরক্ষক। আর যেখানেই তিনি যাচ্ছেন, সেখানেই যেন ফুটবলপ্রেমী বাঙালীর উন্মাদনা বাঁধ ভাঙছে। আর্জেন্টিনা ভক্তদের প্রিয় দিবুকে যদি একবার কাছ থেকে দেখা যায়, সেই আশায় হাজির হচ্ছেন স্রোতের মতো মানুষ।

এরই মধ্যে আজ সজল ঘোষের (Sajal Ghosh) উদ্যোগে সন্তোষ মিত্র স্কোয়ারে হাজির হয়েছিলেন এমি। তাকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল, তা ছিল দেখার মতো। যদিও বিশৃঙ্খল পরিস্থিতি কড়া হাতে সামলানোর সবরকম চেষ্টা করেছেন বিজেপির দাপুটে নেতা সজল ঘোষ। মঞ্চে যতক্ষণ এমি উপস্থিত ছিলেন, তাকে দেখা করতে হয়েছে এই অনুষ্ঠানের একাধিক উদ্যোক্তা ও স্পন্সরের সাথে। প্রত্যেকেই কিছু না কিছু উপহার তুলে দেন এমি মার্টিনেজের হাতে। বেশ কিছু অটোগ্রাফই দিতে হয় আর্জেন্টাইন তারকাকে।

এরপর মঞ্চের সামনের মাঠে তাকে নিয়ে আসেন সজলবাবু। সেই মাঠে ছিলেন খুদে ও কমবয়সী ফুটবলাররা। তাদের প্রত্যেকের সাথে হাত মেলান এমি। গলার নীল সাদা উত্তরীয় উপহার দেন এক ছোট বাচ্চাকে। কথা ছিল তিনি কিছু পরামর্শ দেবেন ওইখানে উপস্থিত তরুণ গোলরক্ষকদের। তবে নিরাপত্তার কারণে মাঠে বেশিক্ষণ উপস্থিত থাকতে পারেননি তিনি। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে যান এমি।

এর আগে সকালে তিনি উপস্থিত হয়েছিলেন লেক টাউনে। সেখানে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেন তিনি। সেই কাজ শেষে তিনি হুডখোলা জিপে করে পৌঁছেছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানে মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে তাকে দেওয়া হয় জমকালো সংবর্ধনা। সেখানেও একইরকম ভাবে মানুষের ভিড় ও ধাক্কাধাক্কি সামলেই সংবর্ধনা নেন এমি।

কলকাতা ছাড়ার আগে আর্জেন্টাইন কিংবদন্তি কথা দিয়েছেন কলকাতার মানুষের কাছে যে তিনি আবার আসবেন। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার জার্সি পরে মেসির সাথেই কলকাতায় খেলবো।’ মেসি অবশ্য এর আগে অত্যন্ত তরুণ বয়সে আর্জেন্টিনার জার্সি গায়ে যুবভারতী মাতিয়ে গেছেন। যদি সত্যিই ফের একবার দিবুর সাথে তাকে কলকাতার মাটিতে খেলতে দেখা যায় তাহলে সেটা অত্যন্ত আনন্দের ব্যাপার হবে বাংলার ফুটবলপ্রেমীদের কাছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর