১০ লাখের সুবিধা সহ রয়েছে EMI পরিষেবা! লঞ্চ হল পতঞ্জলি-PNB ক্রেডিট কার্ড

বাংলা হান্ট ডেস্ক: এবার গ্রাহকদের পরিষেবা দিতে বাজারে চলে এল নতুন একটি ক্রেডিট কার্ড। পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড (PAL) ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, National Payments Corporation of India (NPCI)-র সঙ্গে যৌথভাবে চালু করেছে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড।

এই ক্রেডিট কার্ডটি NPCI-র RuPay প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি, PNB RuPay Platinum এবং PNB RuPay Select এই দুটি ভ্যারিয়েন্টে কার্ডটি আপাতত উপলব্ধ রয়েছে। ক্রেডিট কার্ডটির মাধ্যমে পতঞ্জলির দ্রব্য কেনার ক্ষেত্রে একাধিক সব দারুণ অফার প্রদান করা হবে গ্রাহকদের।

পাশাপাশি, ক্যাশব্যাক, লয়্যালটি পয়েন্ট, বীমা কভারসহ একাধিক সুবিধা পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে। এছাড়াও, কার্ডটি চালু হওয়ার পর থেকে পুরো ৩ মাসের জন্য পতঞ্জলি স্টোরগুলিতে ২,৫০০ টাকা বা তার বেশি লেনদেনে গ্রাহকেরা ২ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। তবে সেক্ষেত্রে, প্রতি লেনদেনের জন্য ক্যাশব্যাক সর্বাধিক ৫০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

প্ল্যাটিনাম কার্ডে কোনও জয়েনিং ফি নেই। তবে একটি বার্ষিক ফি দিতে হবে গ্রাহকদের। সেটি হল ৫০০ টাকা। আবার Select কার্ডের ক্ষেত্রে ৫০০ টাকার জয়েনিং ফি দেওয়ার পাশাপাশি বার্ষিক ফি দিতে হবে ৭৫০ টাকা।

এই প্রসঙ্গে পতঞ্জলির তরফে রামদেব জানিয়েছেন যে, পরিবর্তনশীল জীবনযাপনের সঙ্গে সঙ্গে মানুষেরা অনলাইনে জিনিস কেনার দিকে ক্রমশ আগ্রহী হয়ে পড়ছেন। সেক্ষেত্রে PNB এবং RuPay-র সঙ্গে সংগঠিত নতুন এই উদ্যোগ, কার্ড ব্যবহারকারীদেরকে ক্রেডিট কার্ড ব্যবহার করার সুযোগ করে দেবে। পাশাপাশি, পতঞ্জলির যে কোনও দ্রব্য কেনার সময় গ্রাহকরা এখন থেকে সুষ্ঠুভাবে কেনাকাটা করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

patanjali credit news

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন এই ক্রেডিট কার্ডে রয়েছে একাধিক সুবিধা। গ্রাহকদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই আকর্ষণীয় কিছু ছাড়ও উপলব্ধ করা হয়েছে। PNB RuPay Platinum এবং PNB RuPay Select কার্ড অ্যাক্টিভেশনের সময় গ্রাহকেরা ৩০০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন।

এছাড়া ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক বিমানবন্দরগুলিতে লাউঞ্জ অ্যাক্সেস, অ্যাড-অন কার্ড সুবিধা ও খরচের উপর আকর্ষণীয় পুরস্কার পয়েন্টের পাশাপাশি EMI ও অটো-ডেবিট অ্যাক্সেসের সুবিধা পাবেন গ্রাহকেরা। এছাড়াও, এই কার্ডে দুর্ঘটনাজনিত মৃত্যু এবং শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়লে ২ লক্ষ ও ১০ লক্ষ টাকার বীমা কভার পাওয়া যাবে।

পাশাপাশি, প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডগুলিতে ২৫,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকার ক্রেডিট লিমিট থাকে ও সিলেক্ট কার্ডে ৫০,০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট উপলব্ধ থাকছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর