বাংলাহান্ট ডেস্ক : কোম্পানি থেকে মোটা বেতন আশা করেন সব কর্মীই। কোম্পানি তাদের সমস্ত রকম আর্থিক সুযোগ-সুবিধা দেবে এমনটা আশা নিয়েই দেশে-বিদেশে সর্বত্রই কর্মচারীরা নতুন কর্মক্ষেত্রে পা রাখেন। কিন্তু হঠাৎ যদি কোন এক কর্মচারী একদিন সকালবেলায় দেখেন তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকতে শুরু করল, তখন তিনি বিস্মিত হবেন বৈকি। ঠিক এমনটাই ঘটেছে, সুদূর লাতিন আমেরিকার দেশ চিলিতে।
জানা গিয়েছে, কোম্পানির একটি ভুলের কারণে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন এক যুবক। কোম্পানির তরফে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে যুবক কোম্পানিকে টাকা ফেরত দেওয়ার কথা বললেও পরে অবশ্য তিনি বেপাত্তা হয়ে যান। খোঁজ নিয়ে দেখা যায়, তিনি অফিস থেকে পদত্যাগ করেছেন। এরপর টাকার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তার তরফে কোনও সদুত্তর না মেলায় বাধ্য হয়ে ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে কোম্পানি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ঘটনা।
সূত্রের খবর, ওই যুবক চিলির একটি নামী সংস্থায় কর্মরত ছিলেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা তাঁর মাসিক বেতন হিসেবে ধার্য করা হয়েছিল । কিন্তু, মারাত্মক ভুলের কারণে ওই যুবকের স্যালারি অ্যাকাউন্টে প্রায় ২৮৬ গুণ টাকা ক্রেডিট হয় যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা। হঠাৎই নিজের একাউন্টে এত কোটি টাকা দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন যুবক। খানিকটা ধাতস্থ হয়ে সরাসরি যোগাযোগ করেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।
বিস্তার খোঁজখবরের পর পরিষ্কার হয়ে যায় যে ওই যুবকের অ্যাকাউন্টে ভুলবশত বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। এরপরেই কোম্পানির এইচআর ফের যোগাযোগ করেন যুবকের সঙ্গে এবং দ্রুত ওই টাকা ফেরত দিতে অনুরোধ করেন। ওই কর্মী প্রথমে রাজি হন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি একথা জানান যে, তিনি ব্যাংকে গিয়ে ওই বিপুল অঙ্কের টাকা কোম্পানির অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করবেন। কিন্তু তারপরে আচমকাই বেপাত্তা হয়ে যান তিনি।