ইনফোসিসে একী কাণ্ড! সরাসরি সরকারের কাছে নালিশ কর্মীদের

বাংলাহান্ট ডেস্ক : ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল আইটি জায়ান্ট ইনফোসিস (Infosys)। আইটি কর্মচারীদের ইউনিয়ন ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সিনেট (এনআইটিইএস) দাবি করেছে, মাইসোর ক্যাম্পাস থেকে প্রায় ৭০০ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস (Infosys)।

বড়সড় সিদ্ধান্ত ইনফোসিসের (Infosys)

ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে, যে কর্মীদের ছাঁটাই করা হয়েছে তারা কয়েক মাস আগে যোগদান করেন সংস্থায়। এনআইটিইএস সভাপতি হরপ্রীত সিং সালুজা একটি বিবৃতিতে বলেছেন, “একটি আশ্চর্যজনক এবং অনৈতিক পদক্ষেপে, ক্যাম্পাস থেকে চাকরি পাওয়া ৭০০ জন ব্যক্তিকে মাত্র কয়েকমাসের মধ্যেই ইনফোসিস (Infosys) বলপূর্বক ছাঁটাই শুরু করেছে।”

আরোও পড়ুন : বেআইনি পার্কিং করলেই খবর! সঙ্গে সঙ্গে চলে যাবে ছবি, নতুন APP আনছে KMC

পাশাপাশি তিনি আরও বলেন, “কর্মীদের ভয় দেখানোর জন্য কোম্পানিটি চাকরিচ্যুতি প্রক্রিয়া চলাকালীন ‘বাউন্সার এবং নিরাপত্তা কর্মী’ মোতায়েন করেছে। কর্মীরা যাতে ‘মোবাইল ফোন সঙ্গে না রাখে এবং ঘটনাটি নথিভুক্ত করার বা সাহায্য চাওয়ার কোনও উপায় না থাকে’ তা নিশ্চিত করার জন্য এটি করা হয়েছিল”। ইউনিয়নের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কর্মীদের ভবিষ্যৎ নিয়েও।

আরোও পড়ুন : “মোদী ৩.০”-তেই রাজধানীতে পালাবদল! দিল্লি জয় করে আপ্লুত নমো, দিলেন বিশেষ “গ্যারান্টি”

অন্যদিকে, ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়েছে, অনবোর্ডিং প্রক্রিয়ার অংশ হিসেবে একাধিক ইন্টারনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন নতুন এই প্রার্থীরা। একটি বিবৃতিতে ইনফোসিসের আইটি মেজর জানান, “সকল ফ্রেসার্সদের মূল্যায়নে পাস করার জন্য তিনটি প্রচেষ্টা করা হয়, যা ব্যর্থ হলে তারা প্রতিষ্ঠানের সাথে কাজ চালিয়ে যেতে পারবে না, যেমনটি তাদের চুক্তিতেও উল্লেখ করা হয়েছে। এই প্রক্রিয়াটি দুই দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান”।

Employees complaint against Infosys to government

 

কর্মীদের স্বার্থ অক্ষুন্ন রাখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে NITES-এর পক্ষ থেকে। আইটি কর্মীদের ইউনিয়নের দাবি, ” কর্পোরেট শোষণ চলতে দেওয়া যাবে না এবং আমরা সরকারকে ভারতীয় আইটি কর্মীদের অধিকার এবং মর্যাদা বজায় রাখার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি”।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর