তিন গুণ বেশি কর্মসংস্থান! কলকাতায় IT সেক্টরে নিয়োগ ৫০০০০, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, অর্থাৎ পর পর তিন বার রাজ্যের ক্ষমতায় আসার পরও কর্মসংস্থানের অভাব নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (mamata banerjee)। তবে এবার কলকাতা পুরভোটে বিপুল জয়ের পর, কর্মসংস্থানের আশা জোগালেন মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগেই গৌতম আদানি কলকাতায় এসেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকও করে গিয়েছেন। আবার এদিকে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কলকাতায় আসার জন্য খোদ প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আসবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিঙ্গুর আন্দোলনের পর সেখান থেকে যেমন টাটা গোষ্ঠীরা চলে গেলেও সেভাবে লাভবানও হয় না কৃষকরা। না সেই জমি ফেরত পেয়েছেন কৃষকরা, না সেখানে চাষাবাদ করা গিয়েছে। যে কারণে এখনও রাজ্যকে কথা শোনাতে ছাড়ছেন না রাজ্যপাল। তবে এবার সেই টাটা গোষ্ঠীর সঙ্গেই হাত মিলিয়ে রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করতে চলেছে রাজ্য সরকার। সেখানেই প্রায় ৫০০০০ ছেলে মেয়ের চাকরীর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, এই মুহূর্তে রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থান বৃদ্ধি ও রাজ্যে বিনিয়োগ আনাই হল মূল লক্ষ্য। এবিষয়ে মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘রাজ্যে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বদ্ধ পরিকর রয়েছে রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তির দিক থেকে বাংলা নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ৩ গুণ বেড়ে গিয়েছে কর্মসংস্থানের সুযোগ। ২০১১ সালে কলকাতাতেই টিসিএসের নিয়োগের সংস্থা ছিল ১৫০০০। আর সেটা এবার বেড়ে দাঁড়িয়েছে ৫০০০০ জন। রাজ্যে শিল্প আনতে মুখ্যমন্ত্রী যে কতটা বদ্ধ পরিকর, তা এদিন বুঝিয়ে দিলেন।

Smita Hari

সম্পর্কিত খবর