চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! মাধ্যমিক পাশেই ১২,৮২৮টি শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ (Job Opportunity)। এবার মাধ্যমিক পাশেই মিলবে চাকরি। ডাক সেবক (GDS) পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ইন্ডিয়া পোস্ট গ্রামীক। গুরুত্বপূর্ণ তথ্য: আজই এই আবেদনের শেষ দিন তাই তড়িঘড়ি সেরে ফেলুন আবেদন।

যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু এখনও আবেদন করেননি, তারা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল সাইটে http://indiapostgdsonline.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২২ মে থেকে শুরু হয়েছে এবং ১১ জুন, অর্থাৎ আজ রবিবার ২০২৩-এ শেষ হবে৷ জানিয়ে রাখি, সংশোধন উইন্ডো খুলবে আগামী ১২ জুন এবং বন্ধ হবে ১৪ জুন, ২০২৩।

আবেদনকারী প্রার্থীকে ভারত সরকার বা রাজ্য সরকার অথবা ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা যে কোনও স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত গণিত এবং ইংরেজি (বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসাবে অধ্যয়ন করা হয়েছে) নিয়ে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।

প্রার্থীকে সাধারণ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে কাজ করা জানতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। জানিয়ে রাখি, এই নিয়োগ ড্রাইভ সংস্থা মোট ১২৮২৮টি পদে নিয়োগ করবে। এবং কোনও রকম পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের নম্বর দেখে মেধাতালিকা তৈরি
করা হবে।

job candidates

আবেদনকারীদের ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। তবে মহিলা আবেদনকারী, SC/ST, PWD এবং Transwomen আবেদনকারীদের জন্য ফি প্রদানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

নিম্নলিখিত সাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিন।
Download:

India Post GDS Recruitment Notification

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর