চাকরি প্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে ১৫৩টি শূন্যপদে নন-টিচিং কর্মী নিয়োগ, আজই করুন আবেদন

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের (IIT Kharagpur) তরফে নন- টিচিং (Non Teaching Post) পদে নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই ২০২৩। তাই দেরী না করে আজই করে ফেলুন আবেদন।

নিম্নে উল্লেখিত পদ গুলির জন্য আবেদন পত্র নেওয়া হচ্ছে। নন-টিচিং পদের অধীনে জুনিয়র একজিকিউটিভ- ১৯টি পদ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার- ৫টি পদ, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট- ৩০টি পদ, জুনিয়র ইঞ্জিনিয়ার- ২২টি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

পাশাপাশি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি)- ১টি পদে, স্টাফ নার্স- ১২টি পদে, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট- ২টি পদে, ফিজিক্যাল ট্রেনিং টিচার- ৫টি পদ, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড-II- ৩টি পদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ২০টি পদ ,জুনিয়র টেকনিশিয়ান / জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- ২৩টি পদ, সিকিউরিটি ইন্সপেক্টর- ৫টি পদ, ড্রাইভার গ্রেড-II- ৬টি পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। মত ১৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

job 8

আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে SC/ST/PWD/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা। আবেদন করতে চাইলে আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (IIT – https://erp.iitkgp.ac.in.খড়গপুর)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে আবেদন করা যাবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X