বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রি সাবালক হওয়ার পর বোল্ড দৃশ্যে যে অভিনেতা সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি নিঃসন্দেহে ইমরান হাশমি (Emraan Hashmi)। বিশের দশকের শুরুর দিকে বলিউডে সাহসী দৃশ্য মানেই একজন নায়কেরই খোঁজ পড়ত। কার্যত রেকর্ড চুম্বন দৃশ্য করে ‘সিরিয়াল কিসার’ তকমা অর্জন করেছিলেন ইমরান (Emraan Hashmi)। একাধিক নায়িকার সঙ্গে তাঁর উষ্ণ দৃশ্য দেখে ঘাম ছুটত দর্শকদের। কিন্তু চুম্বন দৃশ্যে ইমরানের কে প্রিয় ছিলেন আর কেই বা ছিলেন সবথেকে ‘জঘন্য’?
অভিনয়ের ধরণ বদলেছেন ইমরান (Emraan Hashmi)
ইমরান হাশমি (Emraan Hashmi), নামটা শুনলেই দর্শকদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দেয়। এক সময় ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। সবটাই সাহসী দৃশ্যে অভিনয়ের দৌলতে। দীর্ঘদিন একই ধরণের ছবিতে অভিনয় করার পর নিজেকে ভেঙেছিলেন ইমরান (Emraan Hashmi)। অভিনেতা হিসেবে নিজেকে ‘এক্সপ্লোর’ করতে শুরু করেন তিনি। কিন্তু তাঁর কেরিয়ারের ওই সময়টুকু নিয়ে সকলের কম আগ্রহ নেই।
আরো পড়ুন : আর রাখা গেল না লুকিয়ে, বিয়ের মাত্র ৭ মাস পরেই সন্তান এল শ্রীময়ীর! কী নাম রাখলেন?
সেরা এবং খারাপ চুম্বনের অভিজ্ঞতা শেয়ার অভিনেতার
কফি উইথ করণ শোতে এসে এ বিষয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ইমরান (Emraan Hashmi)। এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর জন্য যথেষ্ট পরিচিতি রয়েছে করণের। ইমরানকে সামনে পেয়ে তিনি প্রশ্ন করেছিলেন, তাঁর কেরিয়ারে শ্রেষ্ঠ অনস্ক্রিন চুম্বন কার সঙ্গে? অভিনেতা উত্তর দিয়েছিলেন, ‘মার্ডার ২’ ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে চুম্বন গুলি ছিল সেরা। আর সবথেকে বাজে? সকলকে অবাক করে দিয়ে ইমরান নাম নিয়েছিলেন ‘মার্ডার’ এর মল্লিকা শেরাওয়াতের।
আরো পড়ুন : Fact Check: ‘বুলবুল’কে হারিয়েই কি নজরুলের সৃষ্টি ‘বাগিচায় বুলবুলি’? জানুন, সেই নিদারুণ সত্যিটা
আজো চর্চিত ইমরান মল্লিকার রসায়ন
দর্শকদের হতভম্ব হওয়াটাই ছিল স্বাভাবিক। কারণ মার্ডার ইমরানের (Emraan Hashmi) কেরিয়ারে এবং বলিউডের ১৮+ ছবিগুলির মধ্যে অন্যতম। ‘ভিগে হোঁট তেরে’ গানে ইমরান এবং মল্লিকার রসায়ন নিয়ে আজো আলোচনা হয়। সেই মল্লিকাকে নিয়েই কিনা এমন বিষ্ফোরক স্বীকারোক্তি!
এক সময় ইমরান এবং মল্লিকার মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ ছিল। দুজনের মধ্যে দীর্ঘ তিক্ততার অবসান হয় বছর ২০ পর প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে। দুজনেই এই অনুষ্ঠানে মুখোমুখি হন দীর্ঘদিন পর। দেখা হতেই পরস্পরকে জড়িয়ে ধরেন ইমরান মল্লিকা। এমনকি ফের ইমরানের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার