‘বর্তমান সময়টা হয়তো…’ সিকন্দর এর ব্যর্থতায় কোণঠাসা সলমন, ভাইজানকে নিয়ে মুখ খুললেন ইমরান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দু বছর পর ইদে নতুন ছবি এনেছেন সলমন খান (Salman Khan)। কিন্তু দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ‘সিকন্দর’। আগে যেখানে ভাইজানের ছবি মুক্তি পাওয়া মানেই বক্স অফিসে জড় উঠত, সিকন্দর সেই চেনা ছবিটা ফেরাতে পারেনি। সদ্য ১০০ কোটির মাইলফলক পার করেছে সিকন্দর। কিন্তু বক্স অফিসের হিসেব বলছে, সফলের তালিকায় ফেলা যায় না সিকন্দরকে। সমগ্র বলিউড যখন এ বিষয়ে চুপ তখন ভাইজানের হয়ে মুখ খুললেন ইমরান হাশমি।

সলমনের (Salman Khan) ছবি নিয়ে মুখ খুললেন ইমরান

সম্প্রতি সিকন্দর ছবির ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ইমরান। উত্তরে তিনি বলেন, নিজের ক্ষমতা এবং অভিজ্ঞতার জোরেই আবার সলমন (Salman Khan) কামব্যাক করবেন বলে তাঁর বিশ্বাস। তিনি আরো বলেন, সলমন অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তিনি জানেন যে সবকিছুরই ওঠাপড়া থাকে। শাহরুখ খানের সম্পর্কেও দশ বছর আগে মানুষ একই রকম কুকথা বলেছিলেন। কিন্তু সেসব ভুল প্রমাণিত হয়েছে। শাহরুখ আবারও স্বমহিমায় ফিরেছেন।

Emraan Hashmi stood beside salman khan on sikandar

কী বললেন অভিনেতা: ইমরানের কথায়, তাঁরা এই ইন্ডাস্ট্রিকে কাছ থেকে দেখেছেন। অনেক বেশি জানেন। বর্তমান সময়টা হয়তো সলমনের (Salman Khan) হাতে নেই। নিজের ১০০ শতাংশ দেওয়ার পরেও ছবি সফল নাও হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। সলমন তাঁর ক্যারিশ্মা এবং অভিজ্ঞতার জোরে সব সমালোচনার জবাব দেবেন বলেই বিশ্বাস ইমরানের।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মহিলাদের উপরে চলছে যৌন নিপীড়ন! ঘরছাড়াদের সঙ্গে কথা বলে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন

পাশে দাঁড়িয়েছেন অক্ষয়: অবশ্য ইমরান একা নন। কিছুদিন আগেই অক্ষয় কুমারও সলমনের (Salman Khan) পাশে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন। তাঁর প্রশংসা করে জোর গলায় তিনি বলেছিলেন, “টাইগার এখনও বেঁচে আছে আর থাকবেও। সলমনের মতো প্রাণবন্ত টাইগার কখনও মরতে পারে না”।

আরো পড়ুন : ভিন্ন জাতের যুবতীকে ধর্ষণের অভিযোগ, গরুর গাড়িতে বেঁধে, নগ্ন করে গ্রামে ঘোরানো হল যুবককে

প্রসঙ্গত, সলমনের ‘সিকন্দর’ অনেকটাই দুর্বল ভাবে পারফর্ম করছে বক্স অফিসে। ভাইজানের ক্যারিশমা প্রভাব ফেলতে পারেনি ব্যবসায়। উপরন্তু জাট ছবির আয়ের অঙ্ক যেভাবে তড়তড়িয়ে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে হয়তো চলতি সপ্তাহেই সিনেমা হল থেকে বিদায় নিতে পারে ছবিটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X