এনার দৌলতে ‘প্রেম’ শুরু, এনার জন‍্যই ফের রিল লাইফে জুটি বাঁধছেন যশ-নুসরত!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল যশ দাশগুপ্ত (yash dasgupta), নুসরত জাহান (nusrat jahan), মিমি চক্রবর্তী অভিনীত ‘SOS Kolkata’। গুঞ্জন মানলে এই ছবি থেকেই প্রেমের সূত্রপাত ‘যশরত’ জুটির। একে একে প্রেম, সন্তানের অভিভাবকত্ব আর তারপর ‘বিয়ে’তে স্বীকৃতি। বলা যায়, প্রযোজক অভিনেত্রী এনা সাহার দৌলতেই প্রেমটা হল যশ নুসরতের। কৃতজ্ঞতা তো থাকেই।

তাই এবার এনার জন‍্যই ফের রিল লাইফে জুটি হয়ে ফিরছেন যশরত। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী এনার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্টের তরফে এ খবরের সত‍্যতা স্বীকার করেছেন অভিনেত্রীর মা। শিলমোহর দিয়েছেন খোদ যশও।


তিনি জানিয়েছেন, ইতিমধ‍্যেই বহু পরিচালক প্রযোজক প্রস্তাব দিয়েছেন যশ নুসরত জুটিকে। কিন্তু তিনি আগে এনার সঙ্গে কাজ করবেন। যদিও এখনো পরিচালক বা অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীদের তালিকা কিছুই ঠিক হয়নি। সবটাই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

আপাতত কাশ্মীরে রয়েছেন এনা। তাঁর ও যশের আগামী ছবি ‘চিনে বাদাম’ এর একটি গানের শুটিংয়ের জন‍্যই ভূস্বর্গ পাড়ি তাঁর। অভিনেত্রী জানান, কাশ্মীরে দুদিনের প্ল‍্যান রয়েছে তাঁদের। প্রথমে ছবির গানের শুটিংয়ের জন‍্য উপযুক্ত জায়গা খুঁজবেন। তারপর হবে শুটিং। ছবির গানের পর আবার এনার নিজস্ব প্রযোজনা সংস্থার একটি মিউজিক ভিডিওর শুটিংও করতে হবে ওখানেই। সব মিলিয়ে প‍্যাকড আপ শিডিউল। যশও নাকি শীঘ্রই পাড়ি দেবেন কাশ্মীর।

অপরদিকে শুটিংয়ে ব‍্যস্ত নুসরতও। পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহের ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র শুটিং শুরু করেছেন তিনি। মা হওয়ার পর এটাই নুসরতের প্রথম ছবি। অভিনেত্রীর বিপরীতে দেখা যাচ্ছে সোহম চক্রবর্তীকে। একই রাজনৈতিক দলের হলেও এই প্রথম জুটি হিসেবে কোনো ছবিতে কাজ করছেন সোহম নুসরত।

সম্পর্কিত খবর

X