বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্ডে ভারতীয় সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) চলছে। ভারতীয় সেনা তিন জঙ্গিকে খতম করেছে। এলাকায় এখনো তল্লাশি অভিযান জারি আছে।
কুলগাম জেলার কাজিগুন্ডের লোয়ার মুন্ডা এলাকায় সেনার ১৯ আরআর, এসজিও আর সিআরপিএফ এর সংযুক্ত টিম সোমবার সকাল প্রায় আটটা থেকে সার্চ অপারেশন শুরু করে। এক পুলিশ আধিকারিক জানান, লোয়ার মুন্ডা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। এরপর সেনা সংযুক্ত অভিযান চালিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে।
আধিকারিক অনুযায়ী, সেনার সংযুক্ত টিম সকাল প্রায় ৮টা নাগাদ জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান শুরু করে। সেনার জওয়ানদের দেখে জঙ্গিরা সেনার উপর লাগাতার গুলি চালানো শুরু করে দেয়। ভারতীয় সেনার জওয়ানরা জঙ্গিদের চালানো গুলির জবাবে পাল্টা গুলি চালায়।
বেশ কয়েক ঘণ্টা চলা এই এনকাউন্টারে ভারতীয় সেনার গুলিতে খতম হয় তিন জঙ্গি। সেনা এখনো গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে। আপনাদের জানিয়ে দিই, কুলগামে গতকাল সেনা অভিযান চালিয়ে চার জঙ্গিকে খতম করেছে।