জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, সকাল থেকে জারি এনকাউন্টার, এলাকায় হাই অ্যালার্ট!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকেই জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা (Jammu and Kashmir)। বৃহস্পতিবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। সূত্রের খবর অনুসারে, তিন চারজন জঙ্গিকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। তারা পালটা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে কিনা তাও জানার চেষ্টা চলছে।

জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) ফের গুলির লড়াই জঙ্গি নিরাপত্তা বাহিনীর

সূত্রের খবর বলছে, জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় কয়েকজন জঙ্গিকে ঘিরূ ফেলেছে নিরাপত্তা বাহিনী। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জঙ্গিদের খোঁজে দফায় দফায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উপত্যকার সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানোর সময়েই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাঁদের।

Encounter between terrorist and security force in Jammu and Kashmir

কিস্তওয়ারে লুকিয়ে জঙ্গিরা: প্রাথমিক রিপোর্ট বলছে, কিস্তওয়ারের ছাত্রু এলাকায় তিন চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে। নিরাপত্তা বাহিনী অভিযান চালাতেই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। সূত্রের খবর অনুযায়ী, জঙ্গিদের ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এনকাউন্টারের জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এলাকায়।

আরো পড়ুন : ‘গাধাদের সর্দার…’, আসিম মুনিরের পদোন্নতি হতেই তীব্র কটাক্ষ প্রাক্তন পাকিস্তানি আদনানের

জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান: পহেলগাঁও হামলার পরেই জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের খোঁজে জোরদার হয়েছে তল্লাশি অভিযান। ভারত পাঅ সংঘর্ষের আবহেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, উপত্যকায় (Jammu and Kashmir) প্রায় শতাধিক জঙ্গি আত্মগোপন করে রয়েছে। আর তাদের সাহায্য করছে স্থানীয় ওভার গ্রাউন্ড ওয়ার্কাররা। পুলিশ এবং এনআইএর তৎপরতায় ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে।

আরো পড়ুন : ভারত-পাক ইস্যুতে তিনিই ‘শেষ কথা’! ফের সংঘর্ষ বিরতিতে কৃতিত্ব দাবি করলেন ‘নাছোড়বান্দা’ ট্রাম্প

কিছুদিন আগেই জম্মু কাশ্মীরে তিন জঙ্গির সঙ্গে এনকাউন্টার হয় নিরাপত্তা বাহিনীর। ওই এনকাউন্টারে তিন জঙ্গিই নিকেশ হয়। পরিচয় সামনে আসতে জানা যায়, তাদের মধ্যে এক জঙ্গি ছিল পহেলগাঁও হামলার দায় স্বীকার করা টিআরএফ এর প্রধান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X