বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) আরও একবার সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সেনা তিন জঙ্গিকে খতম করেছে, আর এক জঙ্গির উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে। এই এনকাউন্টারে এক জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
#UPDATE Two explosions heard near Bann toll plaza on Jammu-Srinagar highway where the encounter between terrorists and security forces is underway. One policeman injured, one terrorist killed in the encounter (deferred visuals) pic.twitter.com/I7fwofQphL
— ANI (@ANI) January 31, 2020
জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নাগরোটা এর বান এলাকায় টোল প্লাজায় শুক্রবার চার জঙ্গি সেনার উপরে হামলা করে দেয়। সেনা পালটা জবাব দিতে জঙ্গিদের উপরে গুলি চালায়। এই এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়। আর এক জঙ্গির উদ্দেশ্যে তল্লাশি অভিযান জারি আছে। জঙ্গিদের গুলিতে এক পুলিশ কর্মী আহত হয়েছেন।
জম্মু কাশ্মীরের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) দিলবাগ সিং এর অনুযায়ী, সেনার এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়েছে। ফায়ারিং এর পর জঙ্গিরা জঙ্গলে পালাচ্ছিল। আপাতত এক জঙ্গির উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে সেনা।
দিলবাগ সিং জানান, টোল প্লাজায় শ্রীনগরের দিকে যাওয়া একটি ট্রাককে সকাল পাঁচটা নাগাদ আটকানো হয়, এরপর ট্রাকে লুকিয়ে থাকা চার জঙ্গি সেনার উপরে হামলা করে দেয়। সেনাও পাল্টা হানা চালায় জঙ্গিদের উপর। সেনার পালটা জবাবে তিন জঙ্গি খতম হয় আর এক জঙ্গি পালিয়ে যায়। পলাতক জঙ্গির উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে সেনা।