সেনার উপর হামলা করতে গিয়ে নিজেই খোয়াল প্রাণ! জম্মু কাশ্মীরে এনকাউন্টারে খতম এক জঙ্গি

বাংলাহান্ট ডেস্ক : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। অনন্তনাগ জেলার বিজবিহার এলাকা হঠাৎ করেই গুলির শব্দে কেঁপে ওঠে। জানা গিয়েছে, এনকাউন্টারে নিহত ওই জঙ্গি কুলগামের সাজ্জাদ হিসেবে পরিচিত। সূত্রের খবর, তদন্তের জন্য রবিবার সকালে পুলিশের বিশেষ তদন্ত ইউনিট (SIU) অনন্তনাগ জেলার বিজবিহার এলাকায় পৌঁছয়। এরপরেই তল্লাশি দল সন্দেহভাজন আস্তানার দিকে পৌঁছলে সন্ত্রাসীরা গুলি চালায়।

টুইটার থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে যে নিহত জঙ্গি সাজ্জাদ 13 নভেম্বর অনন্তনাগে অন্য রাজ্যের দুই শ্রমিকের উপর হামলা করেছিল। হামলায় উভয় শ্রমিক গুরুতর আহত হন যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন 18 নভেম্বর হাসপাতালে মারা যান শ্রমিক ছোট প্রসাদ। এরপরেই সাজ্জাদকে গ্রেফতার করা হয়। তারপর অন্য জঙ্গিদেরকে ধরতেও পুলিশ তল্লাশি অভিযান শুরু করে।

বলা বাহুল্য, সাম্প্রতিক অতীতে কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একাধিক এনকাউন্টার হয়েছে যার মধ্যে অনেক সন্ত্রাসবাদীকে নির্মূলও করা হয়েছে। 11 নভেম্বর জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার কাপরেন এলাকায় একটি এনকাউন্টার হওয়ার কয়েকদিন পরই ফের একই জায়গায় এই ঘটনাটি ঘটল।

Anantanag encounter

প্রসঙ্গত উল্লেখ্য, জইশ-ই-মহম্মদ (জেএম) সন্ত্রাসী সংগঠনের অন্তত দুই জঙ্গি ওই এলাকায় আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে যার মধ্যে একজনকে নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছে। খবর অনুযায়ী, নিহত জঙ্গির পরিচয় ‘কামরান ভাই’ ওরফে হানিস হিসেবে, যিনি কুলগাম-শোপিয়ান এলাকায় সক্রিয় ছিলেন।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর