কাশ্মীরে সেনার এনকাউন্টারে নিকেশ হিজবুলের তিন জঙ্গি, পাকিস্তানের সাথে রয়েছে যোগসূত্র

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের ত্রালে ভারতীয় সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির বিনিময় চলছে। সেনার সংযুক্ত টিম এই অপারেশন চালাচ্ছে। এই অপারেশনে তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। মৃত জঙ্গিদের এখনো সনাক্ত করা হয়নি।

জানিয়ে রাখি, সেনা ত্রালের মন্দোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল। গোপন খবর পাওয়ার পর সেনা আর CRPF এর সংযুক্ত দল এলাকার ঘেরাবন্দি করেন। সেনাকে দেখে গুলি চালানো শুরু করে জঙ্গিরা।

সেনা মোর্চা সামলে প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে। এরপরেও জঙ্গিরা সেনার উপর গুলি চালায়। এরপর সেনা পাল্টা জবাব দিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে।

কাশ্মীরের IG জানান, ‘গতকাল অবন্তীপোরার মন্ডোরা গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল। এরপর পুলিশ, সেনা আর সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের স্যারেন্ডার করতে বলায় তাঁরা ফায়ারিং করে আর হ্যান্ড গ্রেনেড ছোঁড়ে। এরপর সেনা পাল্টা জবাব দিয়ে তিনজনকে নিকেশ করে। এরা সকলেই হিজবুল মুজাহিদ্দিনের সাথে যুক্ত ছিল।”

Koushik Dutta

সম্পর্কিত খবর