কাশ্মীরের গুলবাদ এলাকায় চলছে সেনার এনকাউন্টার, তিন সন্ত্রাসী সেনার নিশানায়

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) বারামুলা (Baramula) জেলার সোপোরের (Sopore) গুলবাদ (Gulabad) এলাকায় সেনা (Indian Army) আর জঙ্গিদের (Terrorist) মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে। দুই থেকে তিন জঙ্গিকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। সাথে সাথে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।

army 1 1

গোয়েন্দা সংস্থা বারামুলা জেলার সোপোরের গুলবদ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল। এরপর সেনা গোটা এলাকা ঘিরে নেয়। এই অপারেশনে ২২ রাষ্ট্রীয় রাইফেল, সোপোর পুলিশ আর ১৭৯ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সংযুক্ত অভিযান চালিয়েছে।

এর আগে মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরে জঙ্গিরা সিআরপিএফ এর পেট্রোলিং পার্টিতে হামলা করে। জঙ্গিদের এই হামলায় এক জওয়ান শহীদ হন। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালানো হয়। যদিও সার্চ অপারেশনে সেনার হাতে কোন সফলতা আসেনি। বিজবিহাড়া এলাকায় জঙ্গিরা সিআরপিএফ পার্টিকে নিশানা করে গ্রেনেড ছোঁড়ে এবং ফায়ারিং করে। এই হামলায় কনস্টেবল শিবলাল গুরুতর  আহত হন। ওনাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হামলা করার পর জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর সেনা আর সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে। এর সাথে সাথে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু অভিযান চালানোর পরেও সেনার হাতে সফলতা আসেনি।

Koushik Dutta

সম্পর্কিত খবর