বড় খবরঃ কাশ্মীরে সেনার অভিযানে খতম হল দুই জঙ্গি, এখনো চলছে সার্চ অপারেশন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) বড়সড় সাফল্য পেলো ভারতীয় সেনা (Indian Army)। জম্মু কাশ্মীরের শোপিয়া জেলায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনার জওয়ানরা। ভারতীয় সেনার এই অভিযানে খতম হয় দুই জঙ্গি। সেনা এখনো গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালাচ্ছে।

উল্লেখ্য, জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ার পর ভারতীয় সেনার জওয়ানরা শোপিয়ার ডাইরো এলাকায় অভিযান চালিয়ে গোটা এলাকা ঘিরে নেয়। নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, জঙ্গিরা সেনার উপর লাগাতার গুলি বর্ষণ করতে থাকে। জঙ্গিদের চালানো গুলির জবাবে ভারতীয় সেনা পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনার পাল্টা হানায় খতম হয় দুই জঙ্গি। এখনো গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালাচ্ছে সেনা।

গোটা বিশ্ব যখন করোনায় সাথে মোকাবিলা করতে ব্যস্ত, তখন পাকিস্তান আর পাকিস্তান সমর্থিত জঙ্গিরা নিজেদের যোগী কার্যকলাপ এক ফোঁটাও কমায়নি। পাকিস্তানের তরফ থেকে প্রতিদিনই সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করার হচ্ছে। আর ভারতীয় সেনাও পাকিস্তানের এই কাপুরুষের মতো কাজের যোগ্য জবাব দিচ্ছে।

আরেকদিকে, পাকিস্তান ভারতে বড়সড় জঙ্গি হামলার ছক কষে দুটি নতুন জঙ্গি সংগঠন বানিয়েছে। ওই জঙ্গি সংগঠন দুটি কাশ্মীরে সক্রিয় থেকে ভারতে হামলার ছক কষছে। গোয়েন্দা সুত্রের খবর অনুযায়ী, সীমান্তের পাশে থাকা লঞ্চিং প্যাড গুলোতে কমপক্ষে ৪৫০ জঙ্গি অপেক্ষা করছে ভারতে ঢোকার জন্য।

X