শোপিয়ানে সকাল থেকে চলছে এনকাউন্টার, সন্ধ্যা পর্যন্ত তিন সন্ত্রাসী নিকেশ

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে এনকাউন্টার চলছে। এই এনকাউন্টারে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তা বাহিনী তিন সন্ত্রাসীকে নিকেশ করেছে। পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ দল এই অভিযান চালাচ্ছে।

জম্মু ও কাশ্মীর এবং দেশের অন্যান্য অংশে বড় ধরনের আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। সূত্রের খবর, জইশের ১০ জঙ্গির দুটি দল সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ করেছে। এর পরই সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলো। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো অনুপ্রবেশের তথ্য অস্বীকার করা হয়েছে। তথ্য অনুযায়ী, একটি দল পাকিস্তানের সাক্করগড় এলাকা সংলগ্ন পাঞ্জাব ও জম্মু সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছে, অন্য দল পুঞ্চ এলওসি থেকে PoJK থেকে অনুপ্রবেশ করেছে।

dolon

Koushik Dutta

সম্পর্কিত খবর