সেনার এনকাউন্টারে জম্মু কাশ্মীরে খতম দুই জঙ্গি, এখনো চলছে তল্লাশি অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের পুলওয়ামার ত্রালে জঙ্গি আর সেনার মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেনার এনকাউন্টারে এখনো পর্যন্ত দুই জঙ্গি খতম হয়েছে। এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। দুই তরফ থেক এখনো লাগাতার ফায়ারিং চলছে। এর আগে পাকিস্তানি সেনা শনিবার রাতে বিনা প্ররোচনায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের পুঞ্ছ জেলায় সীমান্তের পাশে থাকা গ্রাম এবং সেনা ছাউনিতে গুলি বর্ষণ করে। সেনার এক মুখপাত্র এই তথ্য দেন।

মুখপাত্র জানান, পাকিস্তান রাত সাড়ে নয়টা থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আর পুঞ্ছ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর দেগবর সেক্টরে ছোট হাতিয়ার দিয়ে গুলি চালায় আর মর্টার ফায়ার করে। ভারতীয় সেনা পাকিস্তানের এই হামলার মোক্ষম জবাব দিচ্ছে।

উনি বলেন, পাকিস্তানের তরফ থেকে হওয়া এই যুদ্ধ বিরতি লঙ্ঘনে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশের এক আধিকারিক জানান, পাকিস্তান মাল্টি আর খারি করমারা সেক্টরকেও নিশানা বানিয়েছে, আর পাকিস্তানের এই কাপুরুষের মতো কাজের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

Koushik Dutta

সম্পর্কিত খবর