বাংলা হান্ট ডেস্ক: ফের ধাক্কা ভারতীয় ক্রিকেট দলের শিবিরে, অল রাউন্ডার বিজয় শঙ্কর ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে, পায়ের আঙুলে চোট পেয়েছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, বিজয় শংকর এর পরিবর্তে নেওয়া হবে মায়াঙ্ক আগরওয়াল কে।
বিসিসিআই জানায়, বিজয় শঙ্কর বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছেন, অন্তত তিন সপ্তাহ সময় লাগবে সেই চোট সারতে। এই চোটের কারণেই বিশ্বকাপে ভারতীয় দল থেকে ছিটকে যেতে হলো অভিনব অলরাউন্ডার কে। জানা গেছে অনুশীলনের সময় জাসপ্রিত বুমরার বলে চোট পেয়েছেন তিনি। চোট গুরুতর হওয়ায় দেশে ফিরে যেতে হচ্ছে বিজয় শঙ্কর কে।
ইতিমধ্যেই বিজয় শঙ্কর এর পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালের কে দলে নেওয়ার সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানানো হয়েছে। মায়াঙ্ক দলে এলে ভারতের ওপেনিং ব্যাটিং সমস্যা দূর হবে।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর