‘দেশের বাইরের থেকে ভিতরের শত্রুরা অনেক বেশি বিপজ্জনক!’, জাতীয় ঐক্য দিবসে বললেন মোদি

বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে তিন দিনের গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ এই সফরের দ্বিতীয় দিন। আজই সর্দার বল্লভ ভাই প্যাটেল জয়ন্তী। সেই উপলক্ষে মোদি হাজির হয়েছেন ‘স্ট্যাচু অফ ইউনিটি’ (Statue of Unity) তে। সেখানে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর মূর্তিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর পর জাতীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন। এই অনুষ্ঠানের নাম ছিল আরম্ভ ২০২২। এই অনুষ্ঠানের মঞ্চেই ভাষণ দেওয়ার সময় একাধিক বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমি একতা নগরে রয়েছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে রয়েছে মোরবিতে। ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে রয়েছে আমার মন জীবনে খুব কম সময় এতখানি কষ্ট পেয়েছি আমি। কিন্তু একদিকে আমার ব্যথিত হৃদয়, অন্যদিকে রয়েছে আমার কর্তব্য। কাল থেকেই জোর কদমে উদ্ধারকাজ শুরু করেছে গুজরাট সরকার। এই কঠিন সময়ে রাজ্য সরকারকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে কেন্দ্র।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০২২ সালের জাতীয় ঐক্য দিবসকে আমি একটি বিশেষ উপলক্ষ হিসেবে দেখছি। এই বছর আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছি। আমরা নতুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি। ভারতে সর্দার প্যাটেলের মতো নেতৃত্ব না থাকলে কী হতো সেই প্রশ্ন করেন তিনি। ৫৫০ টিরও বেশি রাজ্য এক না হলে কী ঘটত তাও জিজ্ঞেস করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের অধিকাংশ রাজাই যদি ত্যাগ স্বীকার না করতেন, তাহলে আজ আমরা যে ভারত দেখছি তা কল্পনাও করতে পারতাম না। সর্দার প্যাটেল এই কাজটিই করে দেখিয়েছিলেন সর্দার প্যাটেল।‘

ভারতের নব উথ্থান অনেকেরই সহ্য হচ্ছে না বলে দাবি করেন মোদি। তিনি বলেন,’বারবার ভারতকে ভাঙার চেষ্টা হয়েছে। জাতি – ধর্ম – ভাষার ভিত্তিতে ভারতের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। দেশের বাইরের শত্রুর থেকে ভিতরের শত্রু অনেক বেশি ক্ষতিকারক। এই শত্রুদের সমূলে বিনাশ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’


Avatar
Sudipto

সম্পর্কিত খবর