জামিনের পর ফের ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র হাতে গ্রেফতার এই অভিযুক্ত! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ৬ দিন আগের কথা! নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সিবিআই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান চন্দন মণ্ডল ওরফে রঞ্জন (Ranjan Mondal)। এরপর সপ্তাহ খানেক কাটতে না কাটতেই তাঁকে গ্রেফতার করল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি। সিবিআই মামলায় জামিন পেয়ে জেলমুক্তির আগেই তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার ইডির হাতে গ্রেফতার চন্দন ওরফে রঞ্জন

স্কুলে নিয়োগ দুর্নীতিতে বাগদা নিবাসী রঞ্জনের নাম জড়ায়। গত ২০ নভেম্বর সিবিআই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রঞ্জন সহ ৪ জনের জামিন মঞ্জুর করে। তবে জামিনের শর্ত পুরোপুরি মানার বিষয়ে জটিলতার জন্য জেলমুক্তি হয়নি তাঁর। এর মাঝেই জানা গেল, ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন রঞ্জন।

মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে চন্দন ওরফে রঞ্জনের ‘শোন অ্যারেস্ট’এর আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সেই আর্জি মঞ্জুর হতেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা যাচ্ছে, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলায় রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী সোমবার অবধি রঞ্জনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুনঃ বিচার ব্যবস্থা বিরোধীদের ‘হাতের খেলনা’ নয়! রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। সেই সূত্র ধরেই রঞ্জনকে সিবিআই দফতরে ডেকে বেশ কয়েকবার জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। গ্রুপ সি ও নবম-দশম শ্রেণিতে নিয়োগ মামলায় গত বছর ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকে বিগত প্রায় দেড় বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে রঞ্জনের।

Recruitment scam accused Ranjan Mondal

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গত বুধবার ৪ জনকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। চন্দন মণ্ডলের পাশাপাশি কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত রায় এবং শেখ আলি ইমামের জামিনের আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত। তার সপ্তাহখানেক কাটতে না কাটতেই এবার ইডির হাতে গ্রেফতার হলেন রঞ্জন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর