আর্থিক তছরুপের অভিযোগে ED-র হাতে গ্রেফতার বিদ্যুৎমন্ত্রী! টাকার বিনিময়ে দিয়েছেন ভুয়ো চাকরিও

বাংলা হান্ট ডেস্ক : তামিলনাড়ুর (Tamil Nadu) বিদ্যুৎমন্ত্রী ভি সেনথিল বালাজিকে (V Senthil Balaji) বুধবার ভোর নাগাদ গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অর্থ তছরুপের অভিযোগে গতকাল, মঙ্গলবার থেকে তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। চেন্নাইয়ে তাঁর বাড়িতে ১৮ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাত ২টো নাগাদ একটি গাড়িতে করে তাঁকে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া মেডিক্যাল পরীক্ষার জন্য। তার পিছন পিছন তিনটি গাড়িতে বিভিন্ন নথিপত্র নিয়ে যান তদন্তকারী অফিসাররা।

বুধবার ভোরে সেন্থিল বালাজিকে সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ নেতা সেন্থিল বালাজির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ পেয়ে মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। মঙ্গলবার, বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে এই নেতার চেন্নাই এবং তামিলনাড়ুর একাধিক কার্যক্ষেত্রে তল্লাশি অভিযান চালায় ইডি।

গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দাপুটে ডিএমকে নেতা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালের বাইরে সব মিলিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অ্যাম্বুল্যান্সের ভিতরে কপালে হাত দিয়ে কাঁদছিলেন বালাজি। আর বাইরে তাঁর অনুগামীরা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্লোগান দেন। রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, এম সুব্রহ্মণ্যম এবং ইভি বেলু হাসপাতালে যান। আরেক মন্ত্রী শেখর বাবু জানান, সেনথিল সংজ্ঞা হারিয়েছেন এবং এখন তিনি আইসিইউ পর্যবেক্ষণে রয়েছেন।

ed

সেন্থিল বালাজির গ্রেফতারির বিরুদ্ধে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা দেশের কেন্দ্রীয় শাসকদলকে নিশানা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, ‘ভয় দেখিয়ে রাজনীতি করছে বিজেপি। সারা দেশের মানুষ সেটা দেখতে পাচ্ছেন।’ তাঁর দাবি, বিজেপি রাজনৈতিক ভাবে যাদের টেক্কা দিতে পারছে না, তাদের ভয় দেখানোর জন্য মোদি সরকার কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। কিন্তু এভাবে ওদের রাজনীতি সফল হবে না।’

ডিএমকে-র এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে কয়েক মাস আগেই সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে পুলিশ এবং ইডি তদন্তের অনুমতি দেয়। তারই অঙ্গ হিসেব মঙ্গলবার সকাল থেকে মন্ত্রীর চেন্নাই, কারুর এবং ইরোদের বিভিন্ন অফিস ও বাড়িতে তল্লাশি শুরু করে। এই তল্লাশিকে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং শরিক দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নরেন্দ্র মোদি সরকারের ভয় দেখানোর কৌশল বলে বর্ণনা করেছেন।

রাজ্যের শাসকদল ডিএমকে-র রাজ্যসভা সদস্য তথা প্রবীণ আইনজীবী এন আর এলাঙ্গো বলেন, সেনথিল বালাজিকে গ্রেফতারের খবর ইডি কর্তৃপক্ষ তাঁর বাড়ির লোককে জানানোর প্রয়োজন মনে করেনি। বালাজির বাসভবন ওমানদুরার সরকারি এস্টেটের সামনে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর