বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি থেকে প্রাথমিক টেট, গরু থেকে কয়লা পাচার; একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শাসকদলের বহু হেভিওয়েটরা বর্তমানে রয়েছেন জেল হেফাজতে আর এর মাঝেই আজ কয়লা পাচার কাণ্ডে ইডির (ED) মুখোমুখি হতে চলেছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে পড়েছে বঙ্গ রাজনীতি।
এদিন সকাল ১১ টার সময় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার ইডি অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিজেপিকে একযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির। যদিও এদিন অভিষেক শেষ পর্যন্ত ইডি অফিসে পৌঁছে যান কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দুজনেই সিবিআই এবং ইডির তলব প্রসঙ্গে একাধিক আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তৃতা দিয়েছে। কাল আবার ওকে নোটিশ পাঠালেও অবাক হওয়ার কিছু থাকবে না। ওর স্ত্রীকে আগেই নোটিশ দেওয়া হয়েছে। কাল না আবার অভিষেকের দু বছরের বাচ্চাকেও ওরা নোটিশ পাঠিয়ে বসে।”
একইসঙ্গে মঞ্চ থেকে ‘কিছু একটা ঘটার’ সম্ভাবনা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সেই আশঙ্কা সত্য করেই অবশেষে এদিন কলকাতার ইডি অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া তৃণমূল কংগ্রেস নেতাকে। উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরে কয়লা পাচার কাণ্ডে তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতেও ইডির দিল্লি অফিসে একাধিকবার হাজিরা দেন অভিষেক। যদিও বর্তমানে দিল্লির বদলে কলকাতাতেই উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
সূত্রের খবর অনুযায়ী, এদিন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লি থেকে একাধিক অফিসার কলকাতায় এসে পৌঁছেছেন। এক্ষেত্রে আর কিছু সময়ের মধ্যে সম্ভবত অভিষেকও পৌঁছে যাবেন ইডি অফিসে। বিশেষজ্ঞদের মতে, অতীতে জিজ্ঞাসাবাদের সময়ে একাধিক নথি ও তথ্য তদন্তকারী অফিসারদের কাছে জমা করেছিলেন অভিষেক। ফলে এদিন তাঁর হাজিরা এড়ানো কিংবা তদন্তে অসহযোগিতা করার কোন কারণ নেই। তবে এদিন ইডি বনাম অভিষেক ইস্যুতে রাজনৈতিক প্রেক্ষাপট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে গোটা বাংলা।