বাংলাহান্ট ডেস্ক : ইডি এবার শেখ শাহজানকে তুলনা করল ওসামা বিন লাদেনের সাথে। সন্দেশখালি কান্ডে ফের রাজ্য পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। আদালতে ইডির আইনজীবী বলছেন, শাহজাহান লাদেনের মতো ভয়েস মেসেজ দিচ্ছেন। এখন প্রশ্ন কেন তাহলে তাকে ধরতে পারছে না পুলিশ? সন্দেশখালি কান্ডে রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট আদালতও।
এই ঘটনার তদন্তের ভার সিবিআই এর উপর দেওয়া হবে কি না তা আজ বিকালের মধ্যে স্পষ্ট হয়ে যাবে।সন্দেশখালির ঘটনার দীর্ঘদিন কেটে গেছে। তবুও এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালি কান্ড এখন আদালতে বিচারাধীন। ইডির পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছে সিবিআই এর হাতে।
আরোও পড়ুন: ভারতের পর এবার খেল দেখাল ইরান! জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের মাটিতে হামলা, চাপে ইসলামাবাদ
আদালতে ইডির আইনজীবী বুধবার বলেছেন, “পুলিশি তদন্তে ভরসা নেই। আমরা রাজ্যের তদন্তে আপত্তি জানাচ্ছি। তদন্ত করছে দেখাতে নতুন ধারা যুক্ত করেছে রাজ্য।” এরপর বিচারপতি জয় সেনগুপ্ত জিজ্ঞাসা করেন যে PMLA অপরাধে যুক্ত কি না শেখ শাহজাহান? ইডির আইনজীবী বলেন, না।
আরোও পড়ুন : নবনির্মিত রাম মন্দিরে আজ প্রবেশ করছেন রামলালা! প্রধানমন্ত্রী একবেলা খাবেন, শোবেন মেঝেতে
বিচারপতি জয় সেনগুপ্ত এরপর বলেন, “পুলিশ পারেনি গ্রেপ্তার করতে। ইডি রেড করতে গিয়ে আক্রান্ত। কীভাবে আশা করছেন সিবিআই তাঁকে ধরতে পারবে? আপনাদের সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী আছে। তার পরও সমস্যা হচ্ছে।” ইডির আইনজীবী এরপর বলেন, “আমরা গিয়েছিলাম আইন মেনে। কিন্তু ঢুকতেই দেওয়া হয়নি।”
ইডি আইনজীবী আরোও জানান, “আমরা আদালতে সেটাই জানাতে এসেছি। পুলিশ ওঁকে কোনওদিনই ধরতে পারবে না।” তারপর সিবিআই এর পক্ষ থেকে বলা হয়, “এটা যদি আমাদের হাতে দেওয়া হয় তাহলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এর দায়িত্ব নেবে। রামজয়ন্তিতে ঝামেলার পর হনুমান জয়ন্তিতে সিবিআই দায়িত্ব পেয়েছিল। তাতে কোনও গোলমাল হয়নি।”