বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ইডি (Enforcement Directorate)। কিন্তু অভিষেক আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি মঙ্গলবার ইডির অফিসে হাজিরা দেবেন না। এই আবহে এখন সবার মনে প্রশ্ন তাহলে ইডির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে?
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য তারা কি অপেক্ষা করবে নাকি তাকে পুনরায় তলব করা হবে? ইডি আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী ভাবছেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন। মঙ্গলবার ইডি অফিসে না যাওয়ার কথা সংবাদমাধ্যমকে বলেছিলেন অভিষেক। ইডি আধিকারিকেরা এখন অপেক্ষা করছেন আনুষ্ঠানিকভাবে অভিষেকের জবাবের।
ইডি গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিয়া বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। জিজ্ঞাসাবাদের পর রুজিয়া ইডি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর ১৫ মিনিটের মধ্যে অভিষেককে তলব করে ইডি। অভিষেকের কথায়, “খেয়াল করুন সময়টা। আমার স্ত্রী বেরিয়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যেই আমাকে ডাকা হল।”
একই সাথে অভিষেক বলেন তিনি ইডির তলবে সাড়া দেবেন না। তার বক্তব্য, “আমার সৌজন্য দুর্বলতা নয়। এমন নয় আপনি যখনই ডাকবেন তখনই আমাকে যেতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে ইডি অফিসে গিয়ে নষ্ট করার মতো সময় আমার নেই। পঞ্চায়েত ভোট আগামী ৮ ই জুলাই। তারপর যখন ডাকবেন তখনই যাব।”
সংবাদমাধ্যমে অভিষেকের বক্তব্য শোনার পর ইডি অফিসে জোর জল্পনা কল্পনা চলছে যে অভিষেককে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যেতে পারে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেওয়ার ব্যাপারটি ইডি আধিকারিকদের জানাননি। সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে অভিষেকের বক্তব্য পেলেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করবে ইডি।