শাহজাহানের পর ED স্ক্যানারে তাঁর স্ত্রী! ১১ ঘণ্টা জেরার পর বড় পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির!

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ‘বাঘ’ ইতিমধ্যেই ‘খাঁচাবন্দি’ হয়েছে। তবে এবার নজরে তাঁর স্ত্রী! সোমবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) স্ত্রীকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গতকাল সকাল ১০টা নাগাদ আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজির হন তসলিমা বিবি। বেরোন রাত ৯টা নাগাদ। গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ফের তাঁকে তলব করল ইডি (Enforcement Directorate)।

জানা যাচ্ছে, বুধবার ফের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তসলিমাকে। ইতিমধ্যেই শাহজাহানের বিপুল সম্পত্তির তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই বিষয়েই তাঁর স্ত্রীকে (Sheikh Shahjahan Wife) তলব করা হয়েছে বলে খবর। আগামীকাল ফের একবার ইডি (ED) আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে হবে তাঁকে।

সন্দেশখালি উত্তপ্ত, শাহজাহান ফেরার, সেই সময় একবার আদালতকে শাহজাহান জানিয়েছিলেন স্ত্রী অসুস্থ বলে তিনি হাজির হতে পারছেন না। পরবর্তীকালে মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপর সিবিআই এবং ইডির হাতেও গ্রেফতার হন তিনি। জানা যাচ্ছে, শাহজাহানের ব্যবসা সংক্রান্ত নানান গোপন তথ্য জানতেই তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুনঃ আধিকারিকের উপর হামলার জের, এবার চরম পদক্ষেপ নিল NIA! অনুমতি হাইকোর্টেরও

ইতিমধ্যেই শাহজাহানের মাছের ব্যবসার কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। চিংড়ির ব্যবসার আড়ালে কীভাবে বেআইনি লেনদেন হতো সেকথাও ফাঁস হয়েছে। কয়েকদিন আগে ইডির আইনজীবী দাবি করেন, শাহজাহানের ‘নেতৃত্বে’ ওই এলাকায় একটি সিন্ডিকেট চলতো। ‘ব্ল্যাক মানি’ কীভাবে ‘হোয়াইট’ করা হতো সেটাও জানান তিনি।

এই বিষয়েও আরও নানান তথ্য জানতে শাহজাহানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। সোমবার প্রায় ১১ ঘণ্টার জেরার পর ফের বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ‘কোটিপতি’ শাহজাহানের বিপুল সম্পত্তির ‘রহস্যভেদে’র জন্যই তসলিমাকে ডেকে পাঠাচ্ছেন তদন্তকারীরা।

sheikh shahjahan wife taslima bibi

উল্লেখ্য, প্রথমে রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের। সেই মামলার তদন্তে তাঁর বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এরপরেই ঘুরে যায় তদন্তের মোড়। বর্তমানে ইডি পেটানোর ঘটনার তদন্ত করছে সিবিআই। অন্যদিকে শাহজাহানের ব্যবসা সংক্রান্ত দিকটি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর