বাংলা হান্ট ডেস্কঃ ফের অ্যাকশনে ইডি (Enforcement Directorate)! বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যে চলছে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। শুধু তাই নয়! জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার একটি আবাসন থেকে বিপুল পরিমাণ টাকাও উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। ইডি (ED) সূত্রেই পাওয়া গিয়েছে এই খবর।
কলকাতায় ‘টাকার পাহাড়’ উদ্ধার করল ইডি (Enforcement Directorate)!
লটারি প্রতারণা মামলায় গতকাল থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। শহর কলকাতার (Kolkata) লেক মার্কেট ও উত্তর ২৪ পরগণার মাইকেল নগরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার এই মামলার সূত্রেই ফের তল্লাশি শুরু করেছেন ইডির গোয়েন্দারা।
আজ সকাল থেকেই ইডি আধিকারিকদের কয়েকটি দল ফের লেক মার্কেট ও আর একটি স্থানে তল্লাশি চালাচ্ছেন বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, কলকাতার লেক মার্কেট এলাকার প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে একজন ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে মেশিন।
আরও পড়ুনঃ বেপরোয়াভাবে গাড়ি চালালেই…! দুর্ঘটনা এড়াতে বিরাট সিদ্ধান্ত সরকারের! এক ঘোষণায় তোলপাড়
এছাড়া শহরের আরও একটি জায়গায় ইডি আধিকারিকদের একটি দল হানা দিয়েছে বলে খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেখানেও টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। লটারি প্রতারণা মামলার (Lottery Scam Case) সূত্রে তল্লাশি চালিয়েই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে বলে খবর।
উল্লেখ্য, লটারির দ্বারা কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় প্রভাবশালী যোগের তত্ত্বও মাথাচাড়া দেয়। ওই প্রতারণা মামলার তদন্তেই দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ দল আসে। শহর কলকাতার লেক মার্কেট ও মাইকেল নগর এলাকায় যান তাঁরা।
রিপোর্ট বলছে, এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে লটারি ছাপাখানা ও গুদাম আছে। ইডি (Enforcement Directorate) আধিকারিকরা সেখানে হানা দেন। তল্লাশি চালানো হয়। সেই সঙ্গেই কলকাতার লেক মার্কেটের একটি আবাসনেও হানা দেন তাঁরা। আজ ফের সেখানে তল্লাশি অভিযানের সময় উদ্ধার হয় কয়েক কোটি টাকা।