বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই অ্যাকশনে রয়েছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজনকে জেরা করেছে এই কেন্দ্রীয় এজেন্সি। এবার ফের একটি নতুন মামলায় তল্লাশিতে নামল তারা। মঙ্গলবার সকালে খাস কলকাতার একটি বহুতলে হানা দিল ইডি (Enforcement Directorate)।
কোটি কোটি টাকার প্রতারণার তদন্তে ইডি (Enforcement Directorate)?
গতকাল সকালে কলকাতার কালিকাপুরের একটি বহুতলে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জানা যাচ্ছে, ওই বহুতলের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়েছেন তাঁরা। একটি অনলাইন গেমিং অ্যাপে কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এই তল্লাশি অভিযান করা হয়েছে বলে খবর।
এর আগে অনলাইন গেমিং অ্যাপের একটি মামলায় খিদিরপুর অঞ্চলে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার (Kolkata) কালিকাপুরের একটি বহুতলে হানা দিলেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, ‘ফাই উই’ নামক একটি অনলাইন গেমিং অ্যাপের দ্বারা কয়েকশো কোটি টাকার প্রতারণা হয়েছে। এই নিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তা নিয়েই এই অভিযান।
আরও পড়ুনঃ সোনা জিতলে মুখ পুড়ত মোদী কোম্পানির! চক্রান্তের শিকার ভিনেশ? বোমা ফাটালেন কুণাল!
জানা যাচ্ছে, এই অনলাইন গেমিং অ্যাপের (Online Gaming App) দ্বারা কেবলমাত্র ভারতীয়দের নিশানা করে প্রতারণার শিকার বানানো হতো। অভিযোগ, বিনিয়োগের টাকা প্রথম ডলারে রূপান্তরিত করা হতো। শুধু তাই নয়, প্রথম দফায় বিনিয়োগের একটি বড় অংশ চিনেও পাঠানো হয়েছে বলে অভিযোগ। গোয়েন্দাদের কাছে এই বিষয়ে নির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে খবর।
ইডি (Enforcement Directorate) সূত্রে জানা যাচ্ছে, এই অ্যাপ প্রথমে খেলার দ্বারা মোটা টাকা বিনিয়োগের কথা বলত। খুব কম অঞ্চের টাকাই বিনিয়োগ করতে হতো। অভিযোগ, এরপর নানান খেলার প্রলোভন দেখানো হতো। এসব করে খেলা জেতার অঙ্কটা লক্ষাধিক টাকা হয়ে গেলেই তা নিষিদ্ধ তথা ব্লক করে দেওয়া হতো বলে অভিযোগ। এমনকি যে টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটাও নাকি ফেরত দেওয়া হতো না।