বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ থেকে শুরু করে রেশন, রাজ্যের বুকে একাধিক দুর্নীতি ঘটেছে। গ্রেফতার হয়েছেন বহু হেভিওয়েট। এই মামলাগুলি চলাকালীনই ফের একটি দুর্নীতির অভিযোগ উঠল। এবার তার তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি (ED)। মঙ্গলবার সকাল থেকেই শহরের পাঁচটি জায়গায় হানা (ED Raid) দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সকাল থেকেই অ্যাকশনে ইডি (Enforcement Directorate)!
এদিন সকাল থেকে শহর কলকাতার পাঁচটি জায়গায় হানা দেয় ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা যাচ্ছে, আজ সকালে দক্ষিণ কলকাতার কড়েয়া থানার অদূরে ৬ নং তারক দত্ত রোডে একটি বাড়িতে পৌঁছয় ইডি। আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সেখানে থাকেন। সেই সঙ্গেই নিউটাউনে সিই ২৮ আবাসনের চার তলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে বলে খবর। সেখানে এডুকেশন ওয়ার্ল্ড নামক একটি কোচিং সেন্টার চালানো হতো।
আরও পড়ুনঃ ‘আর কিছুটা সময় দিন..,’ আদালতে আর্জি অভিষেকের, ১০ জুন পর্যন্ত সময়
বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই (NRI) কোটায় ভর্তিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমবিবিএস আসন বিক্রির অভিযোগ বলে খবর। এই নিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর শুরু হয় তদন্ত। বিপুল টাকার বিনিময়ে সিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ।
ইডি সূত্রে জানা যাচ্ছে, নিউটাউনে সিই ২৮ আবাসনের চার তলায় সৌরভ সাহা নামের একজন থাকতেন। তিনি এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে অভিযোগ।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গোটা ভারতজুড়ে জাল এনআরআই শংসাপত্র তৈরির চক্র রয়েছে। পশ্চিমবঙ্গের পড়শি দেশ ওড়িশা থেকে তামিলনাড়ু, বহু জায়গায় এর জাল ছড়িয়েছে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই অ্যাকশনে তদন্তকারী সংস্থা। এই মামলায় আগেই লক্ষ্মণ শেঠের মেডিক্যাল কলেজ (Medical College) সহ বেশ কয়েকটি কলেজে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। স্ক্যানারে এক ডজন বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে বলে খবর। তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান।
উল্লেখ্য, নিয়োগ সহ রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি (Enforcement Directorate)। দুর্নীতির শিকড় কতদূর ছড়িয়েছে সেটা জানতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নয়া একটি দুর্নীতির অভিযোগ উঠতেই শহরের নানান প্রান্তে হানা দিলেন গোয়েন্দারা।