চন্দ্রনাথের কাছেই…! নিয়োগ দুর্নীতি মামলার বড় মাথা? রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেল ED!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে প্রাক্কালে ফের অ্যাকশনে ইডি! বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। সেই সূত্রেই চলছে তল্লাশি।

নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam Case) নিয়ে দীর্ঘ দিন ধরে রাজ্যে তোলপাড় চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়েছে এই মামলায়। এবার জড়াল ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথের নাম। এর আগে অবধি সেভাবে কোনও দুর্নীতিতে জড়ায়নি এই মন্ত্রীর নাম। স্বাভাবিকভাবেই আজ সকালে তাঁর বোলপুরের বাড়িতে ইডি (ED) হানার খবর জানাজানি হওয়ায় চারিদিকে শোরগোল পড়ে যায়।

টাকার বিনিময়ে যে সকল চাকরিপ্রার্থীকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ, তাঁদের মুখ থেকেই রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রীর নাম ‘ফাঁস’ হয়েছে, সূত্র মারফৎ মিলেছে এমনই খবর। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বহু জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সেই সঙ্গেই উঠে এসেছে একাধিক চাকরিপ্রার্থীদের নাম। সেই সূত্রেই চন্দ্রনাথ সিনহার উঠে আসে বলে খবর।

আরও পড়ুনঃ ‘গণ্ডগোল করানো, আমার লোকগুলোকে ফাঁসানো, সব কিছুর মূলে অভিষেক’, বোমা ফাটালেন অর্জুন

অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, প্রসন্ন রায়ের মতো একাধিক ‘মিডল ম্যানে’র নাম উঠে এসেছিল। ইডি সূত্রে জানা যাচ্ছে, এই দুই অভিযুক্তের বাড়ি থেকে বেশ কিছু চাকরিপ্রার্থীর নাম পাওয়া যায়। এরপর প্রসন্ন, কুন্তলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, বহু চাকরিপ্রার্থী তাঁদের কাছে গিয়েছিলেন।

ed raid in tmc mla minister chandranath sinha house

এরপর বেশ কিছু চাকরিপ্রার্থীর বয়ান নেওয়ার পর উঠে আসে চন্দ্রনাথের নাম। নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন, কুন্তলের কাছে তাঁদের চন্দ্রনাথ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলার এই সূত্র ধরেই আজ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে ফেলার পর শুরু হয় তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সির এই হানা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁকে কোনও নোটিশ দেওয়া হয়নি। সেই সময় তিনি বাড়িও ছিলেন না। এরপর ছেলের থেকে ফোন পেয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর