বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে বর্তমানে সরগরম বাংলা। চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনার পর শিরোনামে উঠে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার শোনা যাচ্ছে, ইডির (Enforcement Directorate) আতশকাঁচের তলায় রয়েছেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়।
তৃণমূল বিধায়কের বাংলোয় ইডি (Enforcement Directorate) হানা
মঙ্গলবার সকালে সুদীপ্তর বাংলোয় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দাদপুর থানার অধীন বাবনানের হরিপুরে একটি বাংলো রয়েছে জোড়াফুল (Trinamool Congress) বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্তর। আজ সকালে সেখানেই হানা দেন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর শুরু হয় তল্লাশি অভিযান।
- প্রথমে শুনেছিলাম হাসপাতাল হবে, জানান স্থানীয় বাসিন্দা
কালো রঙের পেল্লায় গেটে ইংরেজিতে লেখা ‘বসু রায়’। সেই গেট খুলে প্রবেশ করলেই প্রথমে দালান, এরপর বাংলো। জানা যাচ্ছে, এদিন সুদীপ্তর (Sudipto Roy) বাংলোয় ইডি হানার খবর পেতেই ছুটে আসেন আশেপাশের লোকজন। গণেশ ঘোষ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই বাংলোর মালিক সুদীপ্ত রায়। প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল বানানো হবে। কিন্তু কিছুই হয়নি। বিধায়ক মাঝেমধ্যে আসতেন। একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত। নানান অনুষ্ঠানে তাঁরা এখানে আসতেন। যদিও উনি থাকতে আমাদের কোনও উপকার হয়নি’।
আরও পড়ুনঃ আর জি কর শুনানিতে আজ হবে না লাইভ স্ট্রিমিং? সুপ্রিম কোর্টে বিরাট আপডেট, শোরগোল শুরু
আজ হুগলির বাংলোর পাশাপাশি উত্তর কলকাতায় সুদীপ্তর বাড়ি এবং তাঁর নার্সিংহোমেও ইডি (Enforcement Directorate) আধিকারিকরা হানা দেন বলে খবর। সেখানে এখন তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবারও সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেদিনও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয়।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই হাসপাতালের অন্দরে চলতে থাকা নানান দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। এবার শোনা যাচ্ছে, সুদীপ্তও (Enforcement Directorate) কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন। জানা যাচ্ছে, এর আগে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সুদীপ্ত। এবার তাঁর বাংলোতেই হানা দিলেন ইডি আধিকারিকরা।