রেশন দুর্নীতির পর আরেক মামলায় নাম জ্যোতিপ্রিয়র! ED-র অ্যাকশনে ঘুম উড়ল বালুর

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলের চার দেওয়ালের মধ্যেই বর্তমানে দিন কাটছে তাঁর। জামিনের আবেদন করেও সুরাহা হচ্ছে না। এবার সেই জ্যোতিপ্রিয় ওরফে বালুরই নতুন এক মামলায় নাম জড়াল। সম্প্রতি ED (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে এমনটাই। রেশন দুর্নীতির পর এই মামলার চার্জশিটেও তাঁর নাম রয়েছে বলে খবর।

রেশন দুর্নীতি কাণ্ডে বালুর (Jyotipriya Mallick) সূত্র ধরে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) নাম উঠে এসেছিল। তাঁর বাড়িতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ED আধিকারিকদের। এরপর সেই মামলার মোড় একেবারে ঘুরে যায়। তবে সেই সময় শাহজাহান-বালুর ঘনিষ্ঠতার খবর শিরোনামে উঠে এসেছিল। এবার জমি দখল মামলাতেও দু’জনের ‘যোগ’ সামনে এসেছে বলে খবর।

   

সোমবার জমি দখল মামলায় আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ED। সেখানে জ্যোতিপ্রিয়র নাম রয়েছে বলে খবর। সূত্রের খবর, ইডি যে চার্জশিট দিয়েছে সেখানে উল্লেখ রয়েছে, শাহজাহানকে  সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ তৈরির নেপথ্যে এই বালুই ছিলেন। বাম জমানা থেকে ধীরে ধীরে সন্দেশখালির বুকে শাহজাহানের প্রভাব বাড়তে শুরু করলেও ‘জ্যোতিপ্রিয়-যোগে’র পর রমরমা বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ যুদ্ধ বন্ধ হোক! ইজরায়েলকে নির্দেশ ভারতীয় বিচারপতিরও! কে এই দলবীর? রইল পরিচয়

বালুর প্রশ্রয়েই সন্দেশখালির বুকে নিজের ‘রাজত্ব’ এবং ‘রাজপ্রাসাদ’ তৈরি করেন শাহজাহান। প্রাক্তন খাদ্যমন্ত্রী সরাসরি জমি দখলের সঙ্গে যুক্ত না হলেও তিনি নাকি এই বিষয়ে শাহজাহানকে মদত দিয়েছিলেন বলে খবর। ED সূত্রে জানা যাচ্ছে, নানান সময়ে সন্দেশখালির ‘বাঘ’কে সমর্থন করেছেন জ্যোতিপ্রিয়। গোটা বিষয়ে তাঁর আর কী কী ভূমিকা আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Sheikh Shahjahan Jyotipriya Mallick

উল্লেখ্য, এর আগে ED সূত্রে জানা গিয়েছিল, জ্যোতিপ্রিয়র কয়েক হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান। তাঁর টাকা সন্দেশখালির এই বহিষ্কৃত তৃণমূল নেতা সরাসরি বাংলাদেশের নানান সংস্থায় বিনিয়োগ করতেন বলে অনুমান করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে জ্যোতিপ্রিয়র টাকা ‘পার্ক অ্যান্ড লন্ডার’এর অভিযোগও রয়েছে। সব মিলিয়ে, ফের একবার ED স্ক্যানারে উঠে এসেছে শাহজাহান-বালু ‘যোগ’। এবার এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর