রোজভ্যালিতে বড় খবর! এবার ৪৫০ কোটি টাকা ফেরাচ্ছে ED! শুরু হল প্রক্রিয়া

বাংলা হান্ট ডেস্কঃ রোজভ্যালি (Rose Valley) চিটফান্ড কাণ্ডে একসময় কেঁপে উঠেছিল গোটা বাংলা। এই সংস্থায় টাকা রেখে সর্বস্ব খুইয়েছিলেন বহু মানুষ। কষ্টার্জিত টাকা হারিয়ে মাথায় হাত পড়েছিল অনেকের। এবার এই রোজভ্যালি নিয়েই সামনে আসছে বড় খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডির (ED) তরফ থেকে ৪৫০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে বড় খবর! শুরু হল ৪৫০ কোটি ফেরানোর প্রক্রিয়া

২০১৫ সালে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল ইডি। যা ঘিরে সেই সময় শোরগোল পড়ে যায়। জানা যায়, বাজার থেকে সাড়ে ১৭,০০০ কোটি টাকা তুলেছে গৌতমের সংস্থা। এই চিটফান্ড কাণ্ড কাঁপিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। অন্যদিকে মাথায় হাত পড়েছিল অসংখ্যা বিনিয়োগকারীর।

এবার ইডির তরফ থেকে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে (Rose Valley Chit Fund) বিনিয়োগকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি এই মামলায় আমানতকারীদের প্রাপ্য টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দেয় আদালত। এরপরেই শুরু হল বিনিয়োগকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া।

আরও পড়ুনঃ দিঘার জগন্নাথ ধাম নিয়ে বড় খবর! নিরাপত্তা সুনিশ্চিত করতে বিরাট পদক্ষেপ নবান্নের

এই প্রসঙ্গে সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোজভ্যালি মামলায় আমানতকারীরা শীঘ্রই নিজেদের ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পেয়ে যাবেন। ইডির তরফ থেকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এখনও অবধি ৩২,৩১৯টি দাবির ভিত্তিতে মোট ২২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বাকিদের টাকাও শীঘ্রই ফেরত দিয়ে দেওয়া হবে।

Rose Valley case depositors started getting money

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে রোজভ্যালির (Rose Valley) আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানা যায়। প্রথম দফায় অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ইডির তরফ থেকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয় বলে খবর। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই টাকা ফেরানোর কথা বলা হয়েছিল। এরপর টাকা ফেরানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত। সেই মতোই শুরু হয়েছিল কাজ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর