বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য। ‘হাইপ্রোফাইল’ এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। জোরকদমে চলছে তদন্ত। মঙ্গলবার যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি (Enforcement Directorate)। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০,০০০ পাতার নথি জমা দেওয়া হয়েছে বলে খবর।
নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির (Enforcement Directorate)!
জানা যাচ্ছে, ইডির (ED) জমা দেওয়া পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি এবং সংস্থা মিলিয়ে ২৯টি নাম উঠে এসেছে। লিপস অ্যান্ড বাউন্ডস থেকে শুরু করে এস বসু রায় অ্যান্ড কোম্পানি, ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র পরিচালিত বেশ কয়েকটি কোম্পানি এবং পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থার কথা কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে তুলে ধরা হয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা ওই সংস্থাগুলিতেই লেনদেন হয়েছে বলে অভিযোগ।
ইডির চার্জশিটে অভিযোগ করা হয়েছে, আইনের তোয়াক্কা না করেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই মামলায় (Primary Recruitment Scam) এখনও অবধি কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেটাও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, এখনও অবধি বাজেয়াপ্ত করা টাকার পরিমাণ ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ দুর্নীতি অতীত! স্বাস্থ্যসাথীতে যুক্ত হাসপাতাল নিয়ে এবার কড়া সিদ্ধান্ত সরকারের! জারি নয়া ফরমান
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুরু থেকেই ইডি স্ক্যানারে ছিল লিপস অ্যান্ড বাউন্ডস। এই সংস্থার নিউ আলিপুরের অফিসে একবার টানা ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। জানা যায়, সেই তল্লাশি অভিযানে প্রায় ১,০০০ পাতার নথি উদ্ধার হয়েছিল।
পরবর্তীতে ইডির (Enforcement Directorate) চার্জশিটে দাবি করা হয়, লিপস অ্যান্ড বাউন্ডস এবং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সংস্থার মধ্যে ২০২০ সালের জানুয়ারি মাসে চুক্তি হয়েছিল। গতকাল ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে নথি পেশ করে তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রথম থেকে যা যা অভিযোগ আনা হয়েছে, সব সত্যি।