জামিন পেতেই জোর ঝটকা! নিয়োগ মামলায় নয়া মোড় … ফের বিপাকে তৃণমূলের জীবনকৃষ্ণ? তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সিবিআইয়ের হাতে গ্রেফতারও হয়েছিলেন তিনি। এক বছরের অধিক সময় জেলবন্দি থাকার পর গত মে মাসে জামিন পেয়েছেন বড়ঞার বিধায়ক। এর মাঝেই সামনে এল বড় খবর। সিবিআইয়ের পর এবার ইডি (Enforcement Directorate) স্ক্যানারে উঠে এল তাঁর নাম।

নিয়োগ মামলায় ইডি (Enforcement Directorate) স্ক্যানারে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ

সোমবার বড়ঞার বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে যে বেনিয়মের অভিযোগ উঠেছিল, তার তদন্তে জীবনকৃষ্ণকে ডেকে পাঠিয়েছে ইডি (ED)। ওই একই মামলায় এর আগে জীবনকৃষ্ণের স্ত্রী টগরীকেও জেরা করেছিল এই কেন্দ্রীয় এজেন্সি।

গত বছর এপ্রিল মাসে কান্দির বাড়ি থেকে জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রায় ১৩ মাস জেলবন্দি থাকার পর চলতি বছর মে মাসে, লোকসভা নির্বাচন চলাকালীন জামিন পান তিনি। এরপর দু’মাস কাটতে না কাটতেই জানা গেল, ইডির আতশকাঁচের নীচে বড়ঞার বিধায়কের নাম।

আরও পড়ুনঃ ভুয়ো কার্ডে গায়েব রেশন! কোটি টাকার দুর্নীতি TMC নেতার বাবার! পরিচয় ফাঁস হতেই তোলপাড়

জনা যাচ্ছে, সিবিআইয়ের মামলায় জামিন পেতেই ‘বেআইনি লেনদেনে’র বিষয়ে কোমর বেঁধে নামে ইডি। সিবিআই তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha) যে মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন, সেখান থেকে তথ্য উদ্ধার হয়েছিল, সেখানে ‘টাকা ফেরতে’র কথা উল্লেখ রয়েছে বলে দাবি করেছে সিবিআই। সেই বিষয়েই তদন্তে নেমেছে ইডি।

জানা যাচ্ছে, ওই সূত্র ধরেই সোমবার সিজিও কমপ্লেক্সে জীবনকৃষ্ণকে তলব করা হয়েছে। এর আগে তাঁর স্ত্রীকেও ওই একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এবার তৃণমূল বিধায়ককেই তলব করলেন তদন্তকারীরা।

tmc mla jiban krishna saha Enforcement Directorate

উল্লেখ্য, গত ১৪ মে জেলবন্দি জীবনকৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে জেলবন্দি থাকার পর দু’মাস আগে জামিন পান তিনি। এবার ফের নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ককে তলব করল ইডি (Enforcement Directorate)। এই একই মামলায় এর আগে শান্তিপ্রসাদ সিংহ এবং প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর