ভাই-স্ত্রী অতীত! শাহজাহান মামলায় এবার সাবির আলি মোল্লাকে তলব করল ED, পরিচয় চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন, সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক। ইডি (Enforcement Directorate) এবং সিবিআই, বর্তমানে দুই কেন্দ্রীয় সংস্থাই তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। তদন্ত চলাকালীন শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে তলব করেছে তারা। স্ত্রী থেকে শুরু করে ভাই, বাদ যায়নি কেউই। এবার যেমন সন্দেশখালির (Sandeshkhali) ‘বাঘে’র আত্মীয় এবং শাগরেদদের তলব করল ইডি।

ইতিমধ্যেই শাহজাহানের (Sheikh Shahjahan) বেআইনি সম্পত্তি নিয়ে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তপ্রক্রিয়া যত এগোচ্ছে, ততই পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে একাধিক তথ্য। এবার এই ক্ষেত্রেই আরও তথ্য পেতে শাহজাহানের আত্মীয় এবং শাগরেদদের তলব করল ইডি (ED)। তাঁদের থেকে শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে বলে অনুমান গোয়েন্দাদের।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই শাহজাহানের জামাই সাবির আলি মোল্লাকে তলব করে তাঁর বয়ান রেকর্ড করেছে ইডি। শাহজাহানের আরও এক শাগরেদকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে তাঁর কোনও খোঁজ মিলছে না বলে খবর। ইডি সূত্রে জানা যাচ্ছে, শাহজাহান ঘনিষ্ঠ প্রায় ৬-৭ জনকে তলব করা হয়েছে। শাহজাহান তাঁদের নামে বেআইনি সম্পত্তি তৈরি করে থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুনঃ স্বামীর হাত ধরে জমা মনোনয়ন! কত সম্পত্তির মালকিন রচনা? জানলে ভিরমি খাবেন

জানা যাচ্ছে, তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছে শাহজাহানের জামাই সাবিরের সঙ্গে শাহজাহানের ভাই শেখ আলমগিরের একটা পার্টনারশিপ রয়েছে। তাঁদের যে পার্টনারশিপ ফার্ম রয়েছে, তার নামে কোথায় কী আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা।

Enforcement Directorate Sheikh Shahjahan

এদিকে সম্প্রতি ব্যাঙ্কশাল আদালতে ইডির পেশ করা লিখিত রিপোর্টে দাবি করা হয়েছে, জমি, ভেড়ি দখল থেকে যে টাকা তোলা হয়েছিল, সেগুলি বেশ কয়েকজনের কাছে পৌঁছেছিল। এর মধ্যে ২-৩ জন মন্ত্রীও আছেন। এই খবর ফাঁস হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। সেই ২-৩ জন মন্ত্রী কারা? আপাতত এই নিয়েই চলছে চর্চা।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর