বাংলাহান্ট ডেস্ক : শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এখন তৃণমূলের বহিষ্কৃত নেতা। তার বিরুদ্ধে এবার ইডি (Enforcement Directorate) চার্জশিট দাখিল করল। এর আগে সিবিআই সাজাহানের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। শুধু শাজাহান নয়, ইডির চার্জশিটে নামা রয়েছে শাহজাহানের ভাই এবং আরও দুইজনের।
আজ বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। মূলত, আর্থিক নয়ছয়, প্রতারণা সংক্রান্ত মামলায় এই চার্জশিট পেশ করা হয়েছে। ইডি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশ অন্তত ১৩টি এফআইআর দায়ের করেছিল। তার ভিত্তিতেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হল। শাজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছিল।
আরোও পড়ুন : দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা! দিঘাতেও বিরাট বদল, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
সেখানে উল্লেখ করা হয়েছে শাহজাহান তার সঙ্গীদের নিয়ে একেবারে তোলাবাজি থেকে শুরু করে খুন হানাহানি কিছুই বাদ রাখেনি। এক কথায় যাকে বলে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল শাহজাহান।শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরে তদন্তে নামে ইডি। ইডির আধিকারিকেরা অনেকের সঙ্গে কথা বলে।
আরোও পড়ুন : যাদবপুরে ঘাসফুলকে উপড়ে পদ্ম ফোটানোর ডাক নমোর!দেখুন, জিতলে কী করবেন বিজেপির অনির্বাণ
কৃষক, আদিবাসী, মাছের ব্যবসায়ী, এজেন্ট, আমদানিকারক, জমির মালিক থেকে শুরু করে ঠিকাদার সহ আরও অনেকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসাররা। তদন্ত চালিয়ে তারা তিনটে গাড়ি, বাজেয়াপ্ত করে। এর মধ্যে একটি গাড়ি আবার শাজাহানের ভাই আলমগীরের। পাশাপাশি স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২৭.০৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে বুধবার সন্দেশখালীতে যান ইডির আধিকারিকরা। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। উঠে আসে হাড়হিম করা তথ্য। তারা জানান জমিতে নোনা জল ঢুকিয়ে জমি কেড়ে নিত শাহজাহানের লোকজন। বদলে মিলতো না কোনও টাকা-পয়সা। এখন সেখানকার বাসিন্দাদের মনে একটাই আতঙ্ক, শাজাহান যদি আবার ফিরে আসে শুরু হবে আগের মত নৈশাচারী সেই অত্যাচার।