বাড়ি দুবাই সহ একাধিক জায়গায়! হদিশ মিলল ১৫০ কোটির সম্পত্তির, এবার ED-র নজরে কুণাল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এবার ইডির (Enforcement Directorate) নজরে কুণাল। কল সেন্টার প্রতারণা চক্রের সবচেয়ে বড় মাথা কুণাল গুপ্তার ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগস্ট মাসের অন্তিম দিনে তার অফিসের পাশাপাশি ওই সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতেও তল্লাশি চালায় যেখান থেকে বেশ কিছু সূত্র মিলেছে। আর ওই তল্লাশিতে উদ্ধার হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থেকেই এই বিশাল পরিমাণ ধন-সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে।

শুধুমাত্র ধন-সম্পত্তিই নয়, দুবাই ও আরো নানান দেশে তার একাধিক বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। এই অনৈতিক পথে জোগাড় করা টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডি অফিসারদের। জানা গিয়েছে শীঘ্রই কুণাল গুপ্তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

বেশ কিছুদিন পালিয়ে বেড়ালেও গত শুক্রবারে নিজেই ইডির সামনে হাজির হয়েছিলেন কুণাল। তিনি কলকাতা হাইকোর্টের হাজিরা দিতে হওয়ার নির্দেশ দেখিয়ে দাবি করেন যে ইডি দপ্তরে তাদের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু পরে জানা যায় এটি ছিল তার ওপর থেকে ইডির নজর এড়ানোর জন্য একটা বড় কৌশল। আদালত তাকে কোনওরকম নির্দেশ দেয়নি হাজিরার জন্য।

এরপরই তাকে গ্রেফতার করে ইডি। সল্টলেকের একাধিক কলসেন্টার থেকে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণার জন্য ফোন করা হতো বলে জানা গিয়েছে। তাদের ব্যাংক ডিটেলসই নিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: বাংলায় শিল্প আনাই লক্ষ্য, মমতার সাথে সফরসঙ্গী হয়ে বার্সেলোনা উড়ে যাবেন সৌরভ?

এই কুণালের বিরুদ্ধে প্রায় ১০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। সবার আগে বিধাননগর সাইবার ক্রাইম থানা ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের একটি ফ্ল্যাটে বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামক একটি কলসেন্টারের সন্ধান পাওয়া গিয়েছিল তদন্ত নামার পর। সেখানে গিয়েই এই প্রতারণা চক্রের ব্যাপ্তির হদিশ পান তদন্তকারীরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর