চাকরির বিনিময়ে জমি মামলায় লালু প্রসাদের কন্যা রাগিনীকে জেরা ED-র! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক : আরও বিপাকে লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রেলে চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় এবার আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের আরও এক সদস্যকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। ‘চাকরির বদলে জমি’ মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে রাগিনীকে জেরা করল কেন্দ্রীয় সংস্থা।

জানা গিয়েছে, রাগিনী ইডির কাছে নিজের জবানবন্দি দেন। আর তাঁর বলা তথ্য রেকর্ড করেছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই জবানবন্দি নেওয়া হয় তাঁর। জানা গিয়েছে, ইডি রাগিনীর বাড়ি তল্লাশিও চালিয়েছে। এছাড়াও রাগিনীর বোন হেমা, চন্দা যাদবের বাড়িও তল্লাশি করা হয়।

ed

এছাড়াও পাটনার প্রাক্তন আরজেডি বিধায়ক আবু দোজানা, দিল্লি এনসিআরের ফুলওয়ারি শরিফের বাড়িও তল্লাশি চলে এই চাকরির বদলে জমি মামলায়। রাঁচি ও মুম্বইতেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা।

রাগিনী ছাড়াও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও জবানবন্দি রেকর্ড করে কেন্দ্রিক সংস্থা। তেজস্বী যাদব সম্পর্কে লালু প্রসাদের পুত্র ও আরজেডি বিধায়ক। সোমবারই তেজস্বীকে জেরা করে ইডি। এর আগেও, তেজস্বীকে এই দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, তাঁর বোনের গায়ের গয়না খুলে নিয়ে সেটাকে বাজেয়াপ্ত গয়না বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে, তেজস্বীর বোন তথা লালু প্রসাদের তৃতীয় সন্তান মিসা ভারতীকেও জেরা করে ইডি। গত ২৫ মার্চ জেরা হয় মিসার। সেই একই দিনে তেজস্বীকেও জেরা করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় সংস্থাই এই মামলায় তদন্ত করছে। আরজেডি প্রতিষ্ঠাতা লালু প্রসাদের পরিবারে ইডি ও সিবিআই এই মামলায় আগেও প্রবেশ করেছে। লালুপ্রসাদকে যেখানে সিবিআই জেরা করেছে, সেখানে ইডি ডেরা করেছে লালু প্রসাদের স্ত্রী রাবড়িদেবীকে। লালু প্রসাদের পরিবারে এর আগে তল্লাশি চালিয়ে ৬০০ কোটির নগদ ও সম্পত্তির হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

Sudipto

সম্পর্কিত খবর