এবার আর্থিক দুর্নীতির সাথে নাম জড়ালো সানিয়া মির্জার! ডাক পাঠাবে ED?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘোর বিপাকে পড়লেন সদ্য অবসর নেওয়া ভারতের টেনিস কিংবদন্তী সানিয়া মির্জা (Sania Mirza)। আর্থিক দুর্নীতির সঙ্গে নাম যুক্ত হলো তার। একটি অর্থলগ্নি সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিল তার নাম। সেই সংস্থাটির বিরুদ্ধে এবার দুর্নীতিতে জড়িত হওয়ার অভিযোগ ওঠায় বেকায়দায় পড়ে গিয়েছেন সানিয়া নিজেও। বলা হচ্ছে অনেক মানুষ তার মুখ দেখেই ওই অর্থলগ্নি সংস্থায় টাকা রাখতে রাজি হয়েছিলেন।

এই বিশেষ অর্থলগ্নি সংস্থাটি তেলেঙ্গানা দীর্ঘদিন ধরে নিজেদের কাজকারবার চালাচ্ছিল। দেশের টাকা বিদেশের পাচার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশাল সংখ্যক মানুষ এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ব্যাপারে সঙ্গে স্থানীয় দুর্ভাগ্যক্রমে যুক্ত হয়ে যাওয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে তার বিরুদ্ধে তদন্তের জন্য অভিযোগ জমা করা হয়েছে।

জানা গিয়েছে দেশের অর্থ মালয়েশিয়ায় পাচার করেছিল এই সংস্থাটি। এই সংস্থাটির বিরুদ্ধে ‘ফিনান্সিয়াল ফ্রডস ভিকটিমস ওয়েলফেয়ার লিমিটেড  নামক একটি এনজিও লড়াই চালানো শুরু করেছে এবং তারাই এই পিটিশন দায়ের করেছে। গোটা ব্যাপারটিতে তেলেঙ্গানের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের হস্তক্ষেপও চেয়েছে তারা।

এনজিওর এক আধিকারিক সানিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে সানিয়া ওই সংস্থার হয়ে প্রচার করায় সংস্থাটি বাড়তি লাভবান হয়েছে। সানিয়া এই প্রজন্মের কাছে একজন বিরাট বড় আইকনে এবং তার ফেস ভ্যালু অন্য অনেকের চেয়ে অনেক বেশি। এই সংস্থার বিরুদ্ধে দায়ের হওয়া অনেকগুলি মামলার মধ্যে কয়েকটির দায়িত্ব নিয়েছে ইডি। তবে সানিয়ার এই ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

sania lost

গত জানুয়ারি মাসে নিজের কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটি খেলে ফেলেছেন সানিয়া। মহিলাদের ডাবলসে তিনি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেও মিক্সড ডাবলসে তিনি ফাইনাল অবধি পৌঁছেছিলেন রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে। ফাইনালে অবশ্য ব্রাজিলিয়ান জুটির কাছে তাদের হারতে হয়েছিল। ফেব্রুয়ারি মাসের নিজের শেষ টেনিস টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের কেরিয়ারে ইতি টেনেছেন সানিয়া। এরপর মহিলাদের আইপিএলে তিনি আরসিবি দলের হিসেবে নিযুক্ত ছিলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর