বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৪ তারিখ অবধি ইডি-র (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র। তাকে হেফাজতে নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা উঠছিল সেটা আজ অবশেষে বাস্তবে পরিণত হলো। কালীঘাটের কাকুর হেফাজতের মেয়াদ ফুরানোর আগেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করলো ইডি।
এর আগে যখন ২০ শে মে অভিষেককে তলব করা হয়েছিল তখন তাকে প্রায় দশ ঘন্টা ম্যারাথন জেরা করা হয়েছিল। সেবার বেরিয়ে এসে ইডির বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক। আজ তার স্ত্রী রুজিরা-কে ইডি দপ্তরে হাজিরা দিতে হয়েছিল। একই দিনে সন্ধ্যাবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার দিতে বলার খবরও সামনে চলে এলো।
এখনো অবধি পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে ১৩ই জুন দুপুর ১১ টা নাগাদ অভিষেককে পৌঁছতে হবে সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে এইবারে আর শুধুমাত্র কুন্তল ঘোষের প্রসঙ্গ নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে অভিষেককে ডেকে পাঠানো হয়েছে।
এবার কি তাকে কালীঘাটের কাকুর সামনে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। সেই প্রশ্নের জবাব অবশ্যই ১৩ তারিখের আগে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার তাকে কি কি বিষয়েরা করা হতে পারে এবং তাকে কি আটক করার কোন রকম সম্ভব না আছে এই নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম।
এরই মধ্যে আজ প্রায় সাড়ে তিন ঘন্টা জেরা করার পর রুজিরাকে সিজিও কমপ্লেক্স ছাড়ার অনুমতি দিয়েছে ইডি। এখনো অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে এর আগে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তরের ভিত্তিতে আজ রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এডি অফিসের পঙ্কজ কুমারের পাশাপাশি তুই মহিলা পুলিশ অফিসারের তত্ত্বাবধানে এই জিজ্ঞাসাবাদ হয়েছে।