কেষ্ট-ঘনিষ্ট ব্যবসায়ী রাজীবকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ! অনুব্রতর স্ত্রীর চিকিৎসায় টাকা নিয়ে জানতে চাইলো ED

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এর মাঝেই এই মামলায় তদন্তের জাল ক্রমাগত গোটানোর পথে তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই দিল্লিতে (Delhi) ইডি (Enforcement Directorate) দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়ে চলেছে তৃণমূল (Trinamool Congress) নেতার মেয়ে সুকন্যা মণ্ডল, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য (Rajib Bhattacharya) এবং তাঁর হিসেব রক্ষককেও। এক্ষেত্রে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে নয়া কোন তথ্য সামনে উঠে আসে, সে দিকে তাকিয়ে সকলে।

সম্প্রতি, গরু পাচার মামলা সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তী সময়ে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, তৃণমূল নেতার মেয়ের নামে বিশাল পরিমাণ সম্পত্তি এবং জমির খোঁজ পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়।

এই মামলায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রে অনুব্রতর মেয়ে সুকন্যার পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য এবং তাঁর হিসেব রক্ষককেও সম্প্রতি দিল্লিতে ডেকে পাঠায় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, গতকাল দীর্ঘ ৮ ঘন্টা ধরে রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে তারা। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের স্ত্রী হাসপাতালে থাকাকালীন টাকা ৬৬ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন রাজীব ভট্টাচার্য। এই বিষয়টি সামনে উঠে আসতেই তাঁকে একাধিকবার তলবের মুখে পড়তে হয়।

এক্ষেত্রে গত বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হয় রাজীব ভট্টাচার্যকে। সেদিন অনুব্রত কন্যার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার পাশাপাশি গতকাল ফের একবার ডেকে পাঠানো হয় তাঁকে। এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে অসংগতি থাকার কারণে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। উল্লেখ্য, গতকাল অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীবকে জেরার সময় একাধিক বিষয় জিজ্ঞেস করা হয়।

ইডি সূত্রে খবর, এক্ষেত্রে অনুব্রত স্ত্রীয়ের হাসপাতালে ভর্তির সময় রাজীব ভট্টাচার্যের তরফ থেকে কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা আদৌ চিকিৎসার কাজে ব্যবহার করা হয়েছিল কিনা, সে সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও অপরদিকে আবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় রাজীবের মুখে হাসি পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে।

Anubrata Mondal

তবে শুধুমাত্র রাজীব ভট্টাচার্যই নন, বর্তমানে ইডির নজরে রয়েছেন অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মণীশ কোঠারি। এক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে বলে খবর।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর