বাংলা হান্ট ডেস্কঃ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কয়েকদিন পূর্বেই তৃণমূলের (Trinamool Congress) ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দেন আর এর মাঝেই এবার নলহাটির (Nalhati) প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিভাস অধিকারীর (Bivas Adhikari) বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এবং পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে তাঁর যোগসূত্র ছিল, এই সন্দেহে বিভাসবাবুর বাড়িতে তল্লাশি করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তৃণমূলের ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দেন বিভাস অধিকারী। এক্ষেত্রে একদিকে যখন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন, আবার অপরদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অবশেষে ইস্তফা দেন তিনি আর এর ঠিক তিন দিনের মাথায় তাঁর কলকাতার বাড়িতে ইডির তল্লাশি বেশ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছেম
সাম্প্রতিক সময় বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় তোলপাড় রাজনীতি। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা হেফাজতে। একই সঙ্গে গরু পাচার মামলাতেও গ্রেফতার অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে আর এর মাঝেই গত বৃহস্পতিবার নলহাটির ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দেন বিভাস অধিকারী। একই সঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিতর্ক বাড়িয়ে তোলেন তিনি।
যদিও পরবর্তী ক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণ প্রকাশ্যে আনেন বিভাসবাবু। তিনি বলেন, “শরীর ভালো থাকার সময় দলের জন্য অনেক খেটেছি। একদিক থেকে অন্যদিকে দৌড়াদৌড়ি করেছি। গত লোকসভা ভোটে শতাব্দী রায়কে জয়যুক্ত করার জন্য বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছি এবং ভোটের প্রচার করেছি। তবে বর্তমানে হৃদরোগের সমস্যা ছাড়াও পেশীগত অসুস্থতা রয়েছে আর সেই কারণেই আমার পক্ষে বেশি খাটা সম্ভব নয়। তাই সভাপতি পদ থেকে ইস্তফা দিলাম।”
একই সঙ্গে দলের বিরুদ্ধেও একাধিক মন্তব্য করতে শোনা যায় বিভাস অধিকারীকে আর এর মাঝেই তাঁর কলকাতার বাড়িতে এদিন তল্লাশি চালালো তদন্তকারী অফিসাররা এক্ষেত্রে মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিভাসবাবুর কোন কোন দিক থেকে যোগসূত্র ছিল, সেই সকল বিষয়গুলি তদন্ত করতেই এই হানা বলে মনে করা হচ্ছে।